মেসবাহউল করিম
বিশ্বকবির এই আমার সোনার বাংলা,
বিদ্রোহী কবি নজরুলেরই বাংলাদেশ-
জীবনানন্দের রূপসী বাংলার ফুলের মালা
এখনো আমার দেখে যাওয়ার হয়নি শেষ।
আমরা এখন কোথায় আছি পড়ে,
সঠিক জায়গায় যাওয়ার শুনি দুইটা নাম-
একটি হলো ‘জান্নাত’, যাবই সেই সুখের ঘরে,
নাকি যেতেই হবে কষ্টেরই ঘর জাহান্নাম?
আগের মতো বাংলাদেশ নেই তো এখন,
মাটির রংয়ে মিশে গেছে ভয়াল কত
হিংস্র মানব, গ্রামে-গঞ্জে তাদেরও পতন
শুনিতে মানুষ ধরছে অনেক সঠিক পথ।
জান্নাতেরই পথে যেতেই ভুল করেছি কি আজ?
প্রবাসজীবনে এসে আমার চৌদ্দটি বাড়ি
ভাড়ার টাকায় দিয়ে করি অর্থ কেনার কাজ,
তাই বলে কি জাহান্নামে দিতেই হবে পাড়ি?
যেতেই হবে জাহান্নামের দরজা খুলে-
মহান বিচারকের আদালতের কাঠগড়ায়
ভুল ব্যাখ্যা দিতে গেলেও শাস্তি হলে
যেতেই হবে ভয়ংকর সেই জাহান্নামের আঙিনায়।