সাতক্ষীরা : না-ফেরার দেশে চলে গেল বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামণি। গত ২৩ মে সকাল ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ ইউনিয়নের দক্ষিণ কামারবায়সা গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। ১২ বছরের ফুটফুটে শিশু মুক্তামণির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুক্তামণির বাবা-মা ও স্বজনদের আর্তনাদে কামারবায়সা গ্রামের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। সকালে মৃত্যুর খবর পেয়ে সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদ হোসেন মুক্তামণির গ্রামের বাড়িতে তাকে দেখতে যান এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। বাদ আসর জানাজা শেষে পারিবারিক করবস্থানে মুক্তামণির দাফন সম্পন্ন হয়।
ইবরাহিম হোসেন বলেন, ‘চিকিৎসকরা তো চেষ্টা কম করেননি। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখভাল করেছেন। আমরা সত্যি তার প্রতি কৃতজ্ঞ। অসুস্থ থাকাবস্থায় কয়েক দিন আগেও মুক্তামণিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকরা ফোন করে খোঁজখবর নিয়েছিলেন। তারা তো সর্বোচ্চ চেষ্টা করেছেন।’ উল্লেখ্য, ২০১৭ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়ে স্বাস্থ্য বিভাগের। প্রথমে স্বাস্থ্য সচিব তার চিকিৎসার দায়িত্ব নেন। পরে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেন।