চাঁদপুরে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

গুলিতে নিহত মোবারক হোসেন বাবুর মরদেহ দেখতে হাসপাতালে যান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ছবি : সংগৃহীত

ঠিকানা অনলাইন : চাঁদপুরের মতলব উত্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোবারক হোসেন বাবু (৪৮) নামের যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। ১৭ জুন শনিবার বিকেলে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন বাহাদুরপুর গ্রামের ইমরান বেপারী (১৮) ও জহির কবিরাজ (৩৫)। তাদেরকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত মোবারক হোসেন বাবু বাহাদুরপুর গ্রামের আবুল বেপারীর ছেলে। আহত ইমরান তার ছেলে এবং জহির কবিরাজ একই গ্রামের মনু কবিরাজের ছেলে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই দুই গ্রুপ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানের অনুসারী।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সিগমা রশিদ জানান, রোগীকে একেবারেই শেষ পর্যায়ে নিয়ে আসা হয়। চিকিৎসা কার্যক্রম শুরু করার সঙ্গে সঙ্গে রোগী মারা গেছে।

মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন বলেন, আহতদের হাসপাতালে নেওয়া হলে এক যুবক নিহত হন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে।

ঠিকানা/এনআই