চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার জয়

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ। নৌকা প্রতীকে ৫৯ হাজার ৬৩৮ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) সামিউল হক লিটন আপেল প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৯৮০ ভোট। আর টেলিভিশন প্রতীকে ৪ হাজার ৪০ ভোট পেয়েছেন বিএনএফের দলীয় প্রার্থী কামরুজ্জামান খান।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খান এই ফল ঘোষণা করেছেন। তিনি জানান, এই সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন।

তাদের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ১৯ হাজার ৬৫৮ জন। মোট ভোটের ২৯ দশমিক ০৮ শতাংশ ভোট পড়েছে এখানে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোট হয়েছে বলে জানান এই রিটার্নিং কর্মকর্তা।

ঠিকানা/এনআই