চাই আরেকটি একাত্তর

সৈয়দ খিজির হায়াত

কেউবা কন্যা বিয়ে দিয়ে
কেউবা ছেলের বউ
কেউবা নিজে বর হয়েছে
কন্যা জামাত ফেউ ।

চলছে ধেয়ে কাজকারবার
অঢেল ব্যবসাপাতি
মুক্তিযুদ্ধের চেতনা বিকিয়ে
হচ্ছে নাতি পুতি ।

তাইতো আরেকটিবার
হাতে আছে যা যে যার
দৃপ্ত শপথে উদ্ধত এবার কর
জামাত ও তার দোসর নিধনে
আরেকটি একাত্তর
চাই আরেকটি একাত্তর।
-নিউইয়র্ক ।