চিন্ময় ম্যারাথন টিমের দৌড় প্রতিযোগিতা সমাপ্ত

নিউইয়র্ক : গত ২৭ এপ্রিল সমাপ্ত হলো শ্রী চিন্ময় ম্যারাথন টিমের উদ্যোগে আয়োজিত ৬ ও ১০ দিনের ২৩তম বার্ষিক দৌড় প্রতিযোগিতা। কুইন্সের ফ্লাসিং মিডো করোনা পার্কে ১৭ এপ্রিল এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। বিশ্বের ২৫টি বিভিন্ন দেশের প্রায় ৭৯ জন প্রতিযোগী একে অংশ গ্রহণ করেন। প্রথমে ২৪০ ঘন্টার এই দৌড়ে ৫২জন অংশ গ্রহণ করেন। এটি ফ্লাশিং মিডো পার্কের উত্তরাংশে অবস্থিত ১ মাইলের একটি বৃত্ত। পার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় এই সার্টিফাইড রেইসটি প্রতিবছর অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারিদের সাথে এখানে তাবু পেতে পার্কেই স্বেচ্ছাসেবকদের থাকতে হয়। খাওয়া-দাওয়া থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত যাবতীয় ব্যবস্থা তাঁবুতেই রাখা হয়। রেসের প্রতিষ্ঠাতা শ্রীচিন্ময় প্রতিটি ক্রীড়ার সর্বোচ্চ আন্তর্জাতিক মান রক্ষার ক্ষেত্রে ছিলেন আপোষহীন।
শ্রীচিন্ময়ের প্রতিষ্ঠিত ৬ দিন,১০ দিন বা ৫২ দিনে ৩১০০ মাইল প্রতিযোগিতার কিছু বিশেষত্ব হলো প্রচলিত অলিম্পিকে প্রধানত ১৫ থেকে ২৫-৩০ বছর বয়সি যুব ক্রীড়াবিদদেরই প্রাধান্য দেখা যায় কিন্তু শ্রী চিন্ময়ের এসব আল্ট্রা মেরাথন দৌড়ে ৫০,৬০ এমনকি ৭০ বছর বয়সিরাও অংশ গ্রহণ করেন। শ্রী চিন্ময় ৭০ এর বেশি বয়সে নিজেই ১৩ হাজার পাউন্ড ভার উত্তোলন করেন, থাইল্যান্ডে ৭ হাজার পাউন্ড ওজনের হাতিসহ পর পর ৭ টি হাতি উত্তোলন করে দেখিয়েছিলেন অসম্ভব বলে কিছু নেই।
এ বছর নারীদের ৬ দিনের দৌড়ে চেক রিপাবলিকের ২৯ বছর বয়সি পেত্রা কাস্পেরোভা ৩৭০ মাইল দৌড়ে প্রথম, কানাডার ৫৫ বছর বয়সি সিলভি ৩৫৫ মাইল দৌড়ে দ্বিতীয়,এবং রাশিয়ার ৬২ বছরের ভেরা কেলিসমোনাভা ৩৩৯ মাইল দৌড়ে তৃতীয় হয়েছেন। পুরুষদের ৬ দিনের দৌড়ে ইউএসএ’র ৫৯ বছর বয়সি জন গিসলার ৪০৩ মাইল অতিক্রম করে প্রথম হন। পোলান্ডের ৪৩ বছর বয়সি মহাসত্য ৩৬৬ মাইল দৌড়ে দ্বিতীয় এবং অষ্ট্রিয়ার ৪৮ বছর বয়সি প্রিয়ভাডিন ৩৬০ মাইল অতিক্রম করে তৃতীয় হন।
মেয়েদের মধ্যে ১০ দিনের দৌড় প্রতিযোগিতায় চেক রিপাবলিকের৩৭ বছর বয়সি ইলভোকা নেমকোভা ৬২১ফ মাইল অতিক্রম করে প্রথম হন। ইউক্রেনের ৪২ বছরের নাতালিয়া ৬০৭ মাইল অতিক্রম করে দ্বিতীয় হন। আর স্লোভাকিয়ার ৪০ বছর বয়সি ভেনাটি ৫৭৮ মাইল অতিক্রম করে তৃতীয় হন। ছেলেদের মধ্যে ১০ দিনের দৌড় প্রতিযোগিতায় ফিনল্যান্ডের ৪৭ বছর বয়সের অসপ্রিহানল অল্টো ৮২৬ মাইল অতিক্রম করে প্রথম হন। মঙ্গোলিয়ার ৩৬ বছর বয়সি বুডজারগাল ৮১০ মাইল অতিক্রম করে দ্বিতীয় হন। আর ইউক্রেনের ৫৪ বছর বয়সী ইউরি৭৪৩ মাইল অতিক্রম করে তৃতীয় হন। প্রেস বিজ্ঞপ্তি।