চিরকুটের কনসার্টে তারুণ্যের উচ্ছ্বাস

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্কে বাংলাদেশি জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘চিরকুট’ মাতালেন দর্শক-শ্রোতাদের।
শো’টাইম মিউজিকের আয়োজনে ‘দ্য লিগেসি ইউএস ট্যুর’-এর দ্বিতীয় দিন কনসার্টটি গত ১৯ মে শুক্রবার অনুষ্ঠিত হয় কুইন্সের গুলশান টেরেস মিলনায়তনে।
নিউইয়র্কে শো’টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলমের ব্যবস্থাপনায় বাংলাদেশের বিশিষ্ট বাংলা ব্যান্ড চিরকুট তাদের অনবদ্য সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আগত দর্শক-শ্রোতাদের কয়েক ঘন্টার জন্য মাতিয়ে রেখেছিল। তারুণ্যের উচ্ছ্বাসে অন্যরকম এক পরিবেশ সৃষ্টি হয়েছিল অনুষ্ঠানস্থলে।
অনুষ্ঠানে একগুচ্ছ গান পরিবেশন করেন প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি। যন্ত্রসঙ্গীতে ছিলেন- পাভেল আরিন (ড্রামস), ইমন চৌধুরী (গিটার, বাঞ্জো, মান্ডোলিন), দিদার হাসান (বেজ) ও জাহিদ হাসান নিরব (কিবোর্ড ও হারমোনিয়াম)।
চিরকুটনামা, জাদুর শহর, উধাও, বুকা বুকা, খালাস, দেখা হোক দেখা হবে’ অ্যালবাম থেকে বেশ কয়েকটি গান করেন সুমি। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, ‘খাজনা’, ‘কাটাকুটি’, ‘বন্ধু’, ‘আমি জানি না’, ‘ছোট্ট নদী’, ‘দয়াল’, ‘ফুল ফোটা গান’, ‘ঘরে ফেরা’। ‘খাজনা’ গানটি শ্রোতাদের ব্যাপক আলোড়িত করেছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শো’টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। শুভেচ্ছা বক্তব্য দেন মূলধারার রাজনীতিক ও ব্যবসায়ী ফাহাদ সোলায়মান, কাজী সাখাওয়াত হোসেন আজম, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম প্রমূখ