চীনকে রুখতে ভিয়েতনামকে সাবমেরিন দিচ্ছে ভারত

ঠিকানা অনলাইন : চীনের আগ্রাসী নীতির মোকাবিলা করতে ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলিকে কাছে টানার উদ্যোগে যে আক্ট ইস্ট পলিসি গ্রহণ করেছে তার একটি উদাহরণ থাকলো ভারত-ভিয়েতনাম প্রতিরক্ষা পর্যায়ের বৈঠকে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ভিয়েতনামের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ফ্যান ভ্যান গিয়াং এদিনের বৈঠকে প্রতিরক্ষা চুক্তি সম্পাদন করেন। ভারত ভিয়েতনমকে এদিন একটি সাড়ে ১৩শ’ টন এর আই এন এস কিরপান সাবমেরিন উপহার দিয়েছে। জেনারেল গিয়াং এদিন আকাশ খেলনাস্ত্র ও ব্রহ্মস সংক্রান্ত চুক্তিতে উপনীত হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

উল্লেখযোগ্য যে ভারত ভিয়েতনাম ছাড়াও ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে একই ধরণের চুক্তি করেছে। এর ফলে ভারত যে নেটওয়ার্কিং বাড়াতে সফল হচ্ছে তা বলাই বাহুল্য।

এসআর