বিভক্ত কংগ্রেসকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : রয়টার্স

ঠিকানা রিপোর্ট : রাজনৈতিকভাবে বিভক্ত যুক্তরাষ্ট্র কংগ্রেসকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এই আহ্বান জানান বাইডেন।
গত দুই বছরের তুলনায় এ বছর দেওয়া ভাণণে স্পষ্টভাবে আলাদা ছিল যুক্তরাষ্ট্র কংগ্রেস, যেখানে রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাকার্থি বাইডেনের পিছনে অভিব্যক্তিহীনভাবে বসেছিলেন এবং চেম্বারে নবক্ষমতায়িত রিপাবলিকান আইনপ্রণেতারা মাঝে মাঝে তার প্রশাসন এবং নীতির সমালোচনা করেছিলেন।
৭৩ মিনিটের ভাষণে বাইডেন তাঁর প্রশাসনের নানা অর্জন-সাফল্যের কথা তুলে ধরেন। তিনি অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেন।
বাইডেনের এই ভাষণকে ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতার নকশাপরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে তিনি শিগগির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
বাইডেন তাঁর শিক্ষানীতি বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। পাবলিক স্কুলে শিক্ষক বাড়াতে আহ্বান জানিয়েছেন।
পুলিশ সংস্কারের আহ্বান জানিয়েছেন বাইডেন। তিনি যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলি নিয়ে কথা বলেছেন। তাঁর দেশে অ্যাসল্ট অস্ত্র নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
বাইডেন বলেন, একবারের জন্য, সব জন্য এই অ্যাসল্ট অস্ত্র নিষিদ্ধ করা হোক। যুক্তরাষ্ট্র আগেও এই কাজ করেছে। তখন সুফল পাওয়া গিয়েছিল। নির্বিচারে গুলির ঘটনা কমে এসেছিল।
বাইডেন বলেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি চিন পিংকে এই বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটন প্রতিযোগিতা চায়। কোনো সংঘাত চায় না। চীনের সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কংগ্রেসের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রশংসা করেছেন বাইডেন। ইউক্রেনে রুশ হামলার মুখে এই জোট যে শক্তি দেখিয়েছে, তার কথা উল্লেখ করেন তিনি।
বাইডেন বলেন, ‘আমরা ন্যাটোকে ঐক্যবদ্ধ করেছি। একটি বৈশ্বিক জোট তৈরি করেছি। আমরা পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আমরা ইউক্রেনের জনগণের পাশে দাঁড়িয়েছি।’
জলবায়ু সংকটকে অস্তিত্বের জন্য হুমকি বলে অভিহিত করেন বাইডেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিপদের বাস্তবতা মানতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অনেক কিছু করার আছে।
ময়র অ্যাডামসের বিবৃতি : প্রেসিডেন্ট বাইডেনের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ সম্পর্কে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে বলেছেন, ‘একটি দেশ হিসাবে আমরা যে অগ্রগতি করেছি এবং নিউইয়র্কবাসী এবং অন্যান্য সকলের পক্ষে আমাদের এখনো যে কাজগুলি করতে হবে সে সম্পর্কে প্রেসিডেন্ট বাইডেনের কাছ থেকে সরাসরি শুনতে আমি যুক্তরাষ্ট্র কংগ্রেসে অতিথি হিসাবে থাকতে পেরে সম্মানিত হয়েছি।
মেয়র বলেন, ‘বাইডেন একজন ব্লু-কলার প্রেসিডেন্ট, আমি একজন ব্লু-কলার মেয়র। আমরা উভয়েই একটি ব্লু-কলার এজেন্ডা অনুসরণ করছি নিউইয়র্কে।
এরিক অ্যাডামস বলেন, ‘প্রেসিডেন্ট ঠিক বলেছেন যে আমাদের অবশ্যই বন্দুক সহিংসতার মহামারীতে এমন কিছু করতে হবে, যা এই পুরো জাতিকে প্রভাবিত করে। নিউইয়র্ক সিটিতে গুলি চালানোর ঘটনা কম হলেও দেশজুড়ে বন্দুক এখনো অনেক বেশি অ্যাক্সেসযোগ্য। এজন্য বন্দুক সহিংসতা রোধে একটি আইন অবিলম্বে পাস করা উচিত।
মেয়র বাইডেনের সঙ্গে একমত পোষণ করে এরিক অ্যাডামস বলেন, ‘আমাদের ব্যাপক অভিবাসন সংস্কার পাস করার জন্য কংগ্রেসের সহযোগিতা প্রয়োজন, যা যুক্তরাষ্ট্র সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার, হাউস ডেমোক্রেটিক লিডার হাকিম জেফরিস এবং নিউইয়র্ক সিটি ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যরা কয়েক দশক ধরে করার চেষ্টা করছেন।
তিনি বলেন, আশ্রয়প্রার্থী সংকট যুক্তরাষ্ট্রের একটি জাতীয় সমস্যা, যার একটি জাতীয়ভাবে সমাধান প্রয়োজন। নিউইয়র্কসহ সারা দেশের অন্যান্য শহরগুলি এই সংকটের সঙ্গে লড়াই করছে। আমাদের সাহায্য দরকার এবং আমাদের এখনই দরকার।