বিশ্বচরাচর ডেস্ক : চীনে আটক করা হয়েছে ইন্টারপোলের প্রধান মেং হংউয়েইকে। তার বিরুদ্ধে গত ৮ অক্টোবর ঘুষ গ্রহণের অভিযোগ এনেছে চীন সরকার। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, তার বিরুদ্ধে এ অভিযোগ তদন্ত করা হচ্ছে। চীনের এই মন্ত্রণালয়েরই একসময়কার ভাইস মিনিস্টার ছিলেন তিনি। এর কয়েক ঘণ্টা আগে ৭ অক্টোবর সন্ধ্যায় ইন্টারপোল জানিয়েছে, মেং হংউয়েই সংস্থাটি থেকে পদত্যাগ করেছেন এবং আগামী নভেম্বরে নির্বাচনের আগ পর্যন্ত ইন্টারপোল প্রধানের দায়িত্ব পালন করবেন একজন দক্ষিণ কোরীয় কর্মকর্তা।
গত মাসের শেষের দিকে ফ্রান্সে ইন্টারপোল হেডকোয়ার্টার থেকে চীনে যাওয়ার পর নিখোঁজ হন সংস্থাটির প্রেসিডেন্ট মেং হংউয়েই। এর কয়েক দিন পর তাঁর কাছ থেকে ছুরির ইমোজিসহ একটি সংক্ষিপ্ত বার্তা পেয়ে তার নিখোঁজ হওয়ার তথ্যটি জানিয়েছিলেন তার স্ত্রী।
মেংয়ের গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আন্তর্জাতিক সংস্থায় শীর্ষপদ লাভে চীনের প্রচেষ্টাকে ম্লান করে দিতে পারে। এরই মধ্যে চীনের ভাবমূর্তিরও ক্ষতি করেছে, যাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধান পদ পেতে বেগ পেতে হবে চীনা কর্মকর্তাদের। বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা ফ্রান্সভিত্তিক পুলিশের বিশ্ব সংস্থা ইন্টারপোলের জন্য একটি লজ্জার বিষয়ও। কারণ এই সংস্থাই বিশ্বজুড়ে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার কাজ করে।
অবশ্যই এ ঘটনা চীনের জন্য বিপত্তিও ডেকে আনতে পারে। কারণ যারা নিখোঁজ বা পলাতক ব্যক্তিদের ধরতে কাজ করে, সেই সংস্থার প্রধানকে গ্রেপ্তারের পর সংস্থাটিকে অন্ধকারে রেখেছে চীন। তা ভালোভাবে নেয়নি সংস্থাটি। ইন্টারপোলের মহাসচিব জারগেন স্টোক এরই মধ্যে বলেছেন, তারা ইন্টারপোল প্রধানের অবস্থানের বিষয়ে কৈফিয়ত তলব করবেন।
চীনে উচ্চপদস্থ ব্যক্তিদের টার্গেট করে দুর্নীতিবিরোধী যে অভিযান চলছে, মেং হলেন এর সর্বশেষ শিকার, যিনি গত বছরও ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।