চুপিসারেই বিয়ে করলেন মিঠুনের ছেলে

ধর্ষণের ও প্রতারণার অভিযোগে বিয়ে ভেঙে গেছে। এরপর পার হয়েছে মাত্র দুদিন। এর মধ্যেই খবর এলো- তেলেগু অভিনেত্রী মাদালসা শর্মার সঙ্গে চুপিসারে গাঁটছড়া বেঁধেছেন মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী মিমো।
বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জামিনে থাকার সময়েই মাদালসা শর্মার সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন মিমো। শুধু তাই নয়, গত ১০ জুলাই ওটির একটি হোটেলে মিমো এবং মাদালসার সামাজিক বিয়েও হতে পারে।
বিয়েতে পরিবার, বন্ধুসহ ঘনিষ্ঠরাই হাজির হবেন বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে চক্রবর্তী পরিবার কিংবা মাদালসা পরিবারের তরফে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে গত ৭ জুলাই ওটির একটি বিলাসবহুল হোটেলেই মিঠুন-পুত্রের সঙ্গে মাদালসা শর্মার বিয়ের কথা ছিল। কিন্তু আচমকাই মিমোর বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের করেন এক নারী।
ওই নারীর অভিযোগ, গত ৪ বছর ধরেই মিঠুনের ছেলের সঙ্গে তার শারীরিক সম্পর্ক রয়েছে। তিনি এক সময় গর্ভবতীও হয়ে পড়েন। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ার পরই ওই পরিবারকে মুম্বাই ছেড়ে দিল্লি চলে যাওয়ার জন্য চাপ দেন মিঠুনের স্ত্রী যোগিতা বালি। পরে ওই নারীর অভিযোগের পর পরই ঘটনা তদন্তে বিয়ের দিন ওটির হোটেলে হানা দেয় পুলিশ। এর পরই সেদিনের মতো বাতিল করা হয় মিমো এবং মাদালসার বিয়ে।