ঠিকানা অনলাইন : ৩৮ বছর বয়সী কমেডিয়ান কলিন জোস্টের সঙ্গে চুপিসারে তৃতীয় বিয়ের পর্ব সেরে ফেললেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত ৩৫ বছর বয়সী হলিউড তারকা স্কারলেট জোহানসন।
জোস্টের সঙ্গে আংটি বদল আগেই সেরে ফেলেছিলেন নায়িকা। এবার বললেন ‘আই ডু’। করোনার সতর্কতা বিধি জারি থাকায় কেবল পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই হয়েছে বিয়ে।
৩০ অক্টোবর শুক্রবার তাদের বিয়ের খবর প্রকাশ্যে আনে স্বেচ্ছাসেবী সংস্থা ‘মিলস অন হুইলস’। তাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে একটি ঘরোয়া অনুষ্ঠানে স্কারলেট জোহানসন এবং কলিন জোস্ট বিয়ের পর্ব সেরে ফেলেছেন। পরে স্কারলেটের মুখপাত্র বিয়ের খবর নিশ্চিত করেন।
স্কারলেট জোহানসন গত বছরের মে মাসে এনগেজমেন্ট সেরে ফেলেছিলেন স্যাটার ডে নাইট লাইভ বলে কমেডি শোয়ের লেখক তথা অভিনেতা কলিন জোস্টের সঙ্গে। ২০১৭ সাল থেকে কলিনের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ স্কারলেট।
‘অ্যাভেঞ্জারস’ খ্যাত এই তারকা এর আগে দুবার সংসার পেতেছিলেন। তবে বিয়ে টেকেনি। কানাডীয় তারকা রায়ান রেনল্ডের সঙ্গে ২০০৮ সালে বিয়ে করেন স্কারলেট। তিন বছর পর সেই বিয়ে ভেঙে যায়। এরপর ফরাসি সাংবাদিক রোমেন ডোরিয়াকের সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন। রোজ নামে তাদের একটি কন্যাও রয়েছে। ২০১৭ সালে ডিভোর্স হয় এই জুটির।
স্কারলেটের এটি তৃতীয় বিয়ে হলেও প্রথমবার বিয়ে সারলেন কলিন জোস্ট। চলতি বছর অস্কারে দুটি নমিশনেশন ছিনিয়ে নেন স্কারলেট। জোজো ব়্যাবিট এবং ম্যারেজ স্টোরিতে নিজের অনবদ্য পারফরম্যান্সের জেরে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার মার্বেল সুপারহিরো ফিল্ম ‘ব্ল্যাক উইডো’।
ঠিকানা/এনআই