হামিদ-উজ-জামান : আগামী ২০১৯-২০ থেকে ২০২১-২২ পর্যন্ত তিন অর্থবছরের জন্য মধ্যমেয়াদি বাজেট কাঠামো (এমটিবিএফ) চূড়ান্ত করা হচ্ছে। এরই মধ্যে বাজেট পরিপত্র-১ অনুসরণ করে মন্ত্রণালয়গুলো তাদের নিজ নিজ বাজেট কাঠামো পাঠিয়েছে অর্থ বিভাগ এবং পরিকল্পনা কমিশনে।
এ পরিপ্রেক্ষিতে ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ত্রিপক্ষীয় সিরিজ বৈঠক। ২০ দিনব্যাপী এ বৈঠকে অর্থ বিভাগ, পরিকল্পনা কমিশন এবং মন্ত্রণালয়-বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। বৈঠকগুলোয় সভাপতিত্ব করবেন অর্থ সচিব এবং অতিরিক্ত অর্থ সচিব (বাজেট ও সামষ্টিক অর্থনীতি)। পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এমটিবিএফ হচ্ছে এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে এক বছরের বাজেট বরাদ্দ এবং তার পরবর্তী বছরের বাজেটে কী ধরনের বরাদ্দ থাকবে, তা নির্ধারণ করা হয়। এর মধ্য দিয়ে সরকারি ব্যয়ের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি করা এবং সরকারের কৌশলগত লক্ষ্য ও উদ্দেশ্যগুলো অর্জন নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম এর আগে বলেছিলেন, এমটিবিএফ করা হয় আর্থিক খাতের শৃঙ্খলা ও সঠিক ব্যয় বিন্যাসের জন্য। এখন যেহেতু অনেক মেগা প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করা হচ্ছে। তাছাড়া প্রতিবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারও অনেক বাড়ছে, সেক্ষেত্রে এমটিবিএফ আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। এটি আর্থিক স্বচ্ছতার একটি মাপকাঠিও।