ঠিকানা অনলাইন : বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর প্রত্যেক সদস্যকে চেইন অব কমান্ড মেনে অর্পিত দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ২০ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে পিলখানাস্থ সদর দপ্তরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস ২০২২ উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বিজিবি দিবসে বাহিনীর সদর দফতরে কুচকাওয়াজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌছে প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী বলেন, সুশৃঙ্খল ও দক্ষ বাহিনীর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। বিজিবিকে প্রশিক্ষণের মাধ্যমে জল, স্থল ও আকাশে সমান দক্ষতার সঙ্গে গড়ে তোলা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সীমান্ত নিরাপত্তার দায়িত্ব দিয়ে দেশ নিরাপদ রাখতে বিজিবির ভূমিকার প্রসংশা করে বাহিনীকে আরো দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানান সরকার প্রধান।
প্রধানমন্ত্রী, স্মরণ করিয়ে দেন বিজিবির প্রতিটি সদস্যের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে।
বাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে বিভিন্ন ক্যাটাগরীতে ৬০ জন সদস্যের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও অনুষ্ঠানে বিজিবির অভিযানিক সক্ষমতার চিত্র এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে চিত্রায়িত করা হয় ডিসেপ্লতে।
ঠিকানা/এসআর