চৈত্র সংক্রান্তি, বৈশাখে ভ্রান্তি

জেবুন্নেছা জোৎস্না :

কী দুঃসহ বিভাজন আজ জাতিসত্তা আর ধর্মে
ওরা বলে দেয় আমি শ্বাস-প্রশ্বাস নেব কেমনে!
স্রষ্টায় আমার শ্রদ্ধা রোজার পবিত্রতা অন্তরে
বাংলা নববর্ষ আনে নব সূচনা মনের বন্দরে!
কে মোল্লা, কে পুরোহিত এ সময় বোঝা বড় দায়
মুখোশের সড়কেতে বিবেক হাঁটে বিনা বাধায়!

হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান ভাই-বন্ধুরা মিলে
বাঙালি জাতি আমরা যুগে যুগে আছি মিশে দিলে!
তোরা কোন ঘুণে পোকা সমাজের দুষ্ট অবক্ষয়
বৃথা নৈরাজ্যে করিস জীবন বোধের অপচয়!

সাহ্্রি আমি ঠিক খাব ইলিশ-মরিচ-পান্তাভাতে
লাল টিপ শাড়ি পরে নাচব, গাইব মঙ্গল যাত্রাতে!
হে ভাঁওতাবাজের দল, বৈশাখ শুদ্ধেÑসিয়াম পুণ্যে
জলাঞ্জলি দাও দোষ ক্যামিলিয়নের রং শূন্যে!

আমার ছিল চৈত্রের খরা সংক্রান্তিময় ক্লান্তি
দিকচক্রবাল মরু কষ্ট, অনর্থক সব ভ্রান্তি!
তোমরা হাসো হর্ষ ব্রতে!
কামারের হাত, আমার ক্ষতে!
নতুন বছর-প্রথম দিনে পেলাম না যে শান্তি!