সুবীর কাস্মীর পেরেরা :
চলতে গিয়ে, বলতে গিয়ে
হোঁচট খেয়ে রঙ্গলাল,
মন্ত্রী মশাই বসে আছেন
ঘিরে চামচার পঙ্গপাল।
হাসছে মন্ত্রী দাঁত কেলিয়ে
কাঁদছে নানান ঢঙ্গে,
ঘুষ খায় ওরা, জোস খায় ওরা
পূর্ব-পশ্চিম বঙ্গে।
বিমানবন্দরে থাকে বান্দর
লাগেজ কাটায় পিএইচডি,
কামলা বলে গালি হাঁকায়
আনসার-পুলিশ সুমুন্দি।
থানায় থাকেন কানা পুলিশ
ডায়েরি লেখায় অন্ধ,
টাকার গন্ধে চোখে দেখেন
বলুক লোকে মন্দ!
হাসপাতাল তো টাকার খেলা!
ভেজাল ওষুধ-প্রেসক্রিপশন
টাকার জন্যে মুর্দা কান্দে
জিন্দা লোকের পেরেশান!
ট্রাকের সামনে থাবা হাঁকায়
নীল পোশাকে ভিক্ষুক দল,
রাজনীতিতে যাচ্ছে ঢুকে
বুড়িগঙ্গার ঘোলা জল।
প্রশ্নপত্র মাঠে-ঘাটে
ছাত্র বলে মারহাবা,
মুঠোফোনেই টিপাটিপি
মুঠোফোনেই জিনবাবা।
প্লাস্টিক চাল, পোড়া মবিল
খাদ্যমন্ত্রীর চিরকুটে
ভেজাল খেয়ে ভালোই আছি
ঢুকছে টাকা পকেটে।
শব্দদূষণ-বায়ুদূষণ
উড়ছে সিসা বাতাসে,
সুখে-দুঃখে দেশের জন্যে
আমরা সবাই প্রবাসে।