চোরাই বানর উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান

ঠিকানা ডেস্ক: আমেরিকা যুক্তরাষ্ট্রের পর্যটন শিল্প এবং দর্শনীয় ঐতিহাসিক স্থানগুলোর অন্যতম উল্লেখযোগ্য স্থান দখল করে আছে ফ্লোরিডার পামবীচ জু (পামবীচের চিড়িয়াখানা)। বিচিত্র গোত্র-বর্ণ ও প্রজাতির জীবজন্তুতে সমৃদ্ধ এই চিড়িয়াখানা। প্রতিদিন হাজার হাজার দেশী-বিদেশী পর্যটক এ চিড়িয়াখানা দেখতে আসে। ১৬ ফেব্রুয়ারি এই ঐতিহ্যবাহী চিড়িয়াখানায় এক অনাকাঙ্খিত ঘটনা সংঘটিত হয়েছে।
চিড়িয়াখানার মুখপাত্র নাকি কার্টার জানান যে পর্যটক বা দর্শনার্থীদের কেউ চিড়িয়াখানার বিরল গোয়েলডি প্রজাতির ১২ বছর বয়স্ক কালি নামের ছোট বানরটি চুরি করে নিয়ে গেছে। তিনি জানান যে সকালের রাউন্ডসে ছোট আকারের বানরটির চুরির বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়ে। কর্তৃপক্ষ পরে অনুসন্ধান চালিয়ে দেখতে পান যে মেস বা জালের বুনুনি কেটে বানরটিকে চুরি করা হয়েছে। এক ব্যক্তিকে চিড়িয়াখানার বেষ্টনীর বাইরে ঘোরাফেরা করার ছবিটি সার্ভিলেন্স ক্যামেরায় ধরা পড়েছে। ক্যামেরার ছবির লোককে খুঁজে বের করার জন্য পুলিশ কর্মকর্তাগণ সর্বত্র ব্যাপক অভিযান চালাচ্ছেন। একাজে পুলিশ কর্মকর্তাগণ স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। জুর প্রেসিডেন্ট মার্গো ম্যাকনাইট বলেন, বেআইনী পোষা প্রাণির বাণিজ্য বন্ধে তারা প্রাণান্ত প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।