পুলক বড়ুয়া :
শেষে,
অবশেষে,
কাকে তুমি ভালোবেসে পেলে?
মেলে?
কাকে তুমি ভালোবেসে গেলে?
যখন নগ্নতা
নিমগ্নতা
চোরামনোচরে
ওই খেলা করে,
ডুবে যায় চোরাখেলাঘরে,
যেন চোরাবালিচরে।
বলো, কোন সাজে পাতাল প্রদেশে,
অতল প্রবেশে,
চরম বিন্দুতে ভেসে,
পরম বিদ্যুতে এসে,
কোন মৌহূর্তিক মন,
ক্ষিপ্র-রণক্ষণ।