চ্যাম্পিয়নস লিগ জিতে ম্যানসিটির ইতিহাস

প্রথমবার ইউরোপের চ্যাম্পিয়ন ম্যানসিটি। ছবি : সংগৃহীত

ঠিকানা অনলাইন : অবশেষে অধরা চ্যাম্পিয়নস লিগ ধরা দিলো ম্যানসিটির হাতের মুঠোয়। দ্বিতীয়বারের চেষ্টায় সফল হলো তারা। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর জিতলো চ্যাম্পিয়নস লিগ। তাতে ১৯৯৯ সালে ম্যানইউর পর প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের কীর্তি গড়লো তারা। ১০ জুন (শনিবার) ইস্তানবুলে আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সিটিজেনরা।

ম্যাচে প্রেসিং ফুটবল খেলে ম্যানসিটির বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল ইন্টার। শুধু ফিনিশিংয়ের ঘাটতির কারণেই হৃদয় ভাঙলো তাদের। আর সুযোগ বুঝে রদ্রির করা দারুণ এক গোল ম্যানসিটিকে এনে দিলো বহুল আকাঙ্ক্ষিত শিরোপা।

প্রথম সুযোগ পেয়েছিল ম্যানসিটি। ষষ্ঠ মিনিটে বার্নার্ডো সিলভার শট বাঁ পোস্ট দিয়ে মাঠের বাইরে যায়। পরের ২০ মিনিট ইন্টারের মুহুর্মুহু আক্রমণে ছন্দে থাকতে পারেনি ম্যানসিটি। সিটিজেনদের আক্রমণভাগ ছিল একেবারে নিষ্প্রভ।

মাঝে ইন্টারের অধিনায়ক ব্রোজোভিচ গোলের সুযোগ নষ্ট করেন বল ক্রসবারের ওপর দিয়ে মেরে। ২৬ মিনিটে সিটিজেন গোলকিপার এডারসনের ভুলে বল পান বারেল্লা। তবে তার শট গোলবারের পাশ দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।

ঠিকানা/এম