নিউ ইয়র্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্ক-এর কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা গত ৩১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ কাকাতুয়া এজেন্সী মিলনায়তনে সংগঠনের সভাপতি আব্দুল আজিজ নঈমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিনা শারমিন নিহারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্ক- এর প্রতিষ্ঠার ২৫ বছর পুর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংগঠনের সাবেক সভাপতি পারভেজ কাজীকে আহবায়ক, অধ্যাপক লুৎফুর রহমানকে সদস্য সচিব, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্সকে প্রধান সমন্বয়কারী, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামীম আল-মামুনকে সমন্বয়কারী, সংগঠনের সাবেক সভাপতি দিলওয়ার হাসান ও অধ্যাপক নোয়াব মিয়াকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট রজত জয়ন্তী উদযাপন কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের সদ্য সমাপ্ত বার্ষিক বনভোজনের হিসাব -নিকাশ পেশ করা হয়। সংগঠনের ২৫ বছরের ইতিহাসে বনভোজনে সর্বোচ্চ রাফেল ড্র বিক্রি করার জন্য ৪ জন বিক্রেতাকে পুরস্কার দেওয়া হয়। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন – সংগঠনের সাবেক সভাপতি পারভেজ কাজী, সংগঠনের সাবেক সভাপতি দিলওয়ার হাসান, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, বনভোজন কমিটির আহবায়ক অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত, বনভোজন কমিটির সদস্য সচিব এস. এম. ইকবাল ফারুক, সংগঠনের সহ সভাপতি হাসান মাহমুদ, অধ্যাপক ল্ৎুফুর রহমান, শিবলী ছাদেক, রতন চৌধুরী, সলিল কুমার চৌধুরী, মীর আহসান কাদের (রাসেল), সনজীব তালুকদার, সামশুন্নাহার শিল্পী, কবিতা সেন, শিলা মুহিত, শিল্পী হাসান, আয়েশা ফারুক হ্যাপি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
- বিজ্ঞাপন -