
ঠিকানা অনলাইন : ছাত্রলীগের নামে অপকর্মকারী দুর্বৃত্তদের আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গুটিকয়েক অপকর্মকারীদের আওয়ামী লীগের বদনাম হতে পারে না। এদের কারণে সরকারে উন্নয়ন ম্লান হচ্ছে।
১৮ ফেব্রুয়ারি (শনিবার) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে যেসব অপকর্ম হচ্ছে এগুলো দুর্বৃত্তের কাজ। এই দুর্বৃত্তরা দলের নাম ব্যবহার করে। এদের পরিচয় দুর্বৃত্ত। এদের আওয়ামী লীগের কোনও সংগঠনে থাকার অধিকার নেই। অপকর্মকারীদের শেখ হাসিনা ছাড় দেন না। বিশ্বজিৎ হত্যাকারীরা ছাত্রলীগ পরিচয়ে রক্ষা পেয়েছে? বুয়েটের আবরার হত্যার সঙ্গে যারা জড়িত ছাত্রলীগ পরিচয়ে তারা ছাড় পেয়েছে? এদেরকি বিচার হয়নি?
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমি বলেছি। এদের দল থেকে বহিষ্কার করলে হবে না। এদের আইনের আওতায় আনুন। এই গুটিকয়েক দুর্বৃত্তের জন্য আওয়ামী লীগের বদনাম হতে পারে না। যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধেও খেলা হবে।
অর্থ পাচারকারীদের সাবধান করে তিনি বলেন, শেখ হাসিনা কঠোর হচ্ছেন। কাউকে ছাড় দেয়া হবে না। যারা অন্যায় করবেন, অপরাধ করবেন দলের পরিচয় ব্যবহার করে, তাদের ছাড় নেই। আমরা এত উন্নয়ন করছি, আর গুটিকয়েক অপকর্ম করে সেটা ম্লান করবে সেটা আমরা হতে দেবো না।
আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, অপকর্মকারীদের দলে স্থান দেবেন না। এদের এনে মিছিল বড় করার দরকার নাই।
ঠিকানা/এসআর