ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী : শিক্ষা ছাড়া নিজেকে গড়ে তোলা যাবে না

ঢাকা : ছাত্রলীগের ছেলেমেয়েদের মন দিয়ে পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশকে আগামীতে নেতৃত্ব দিতে হলে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ছাড়া কখনও নিজেকে গড়ে তোলা যাবে না; দেশকেও এগিয়ে নেয়া যাবে না। গত ৪ জানুয়ারি বিকেলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন মাঠে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। এর আগে ছাত্রলীগ সভাপতি, সেক্রেটারি ও দলের সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে সংগঠনটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া জ্ঞানের অভাবেই পদ্মা সেতু নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি বলেন, খালেদা জিয়ার কোনো কা-জ্ঞানই নেই যে, জোড়াতালি দিয়ে সেতু করা যায় না। শেখ হাসিনা বলেন, ‘যারা দেশের টাকা বিদেশে পাচার করে, মানুষ পোড়ায়, তাদের হাতে দেশের উন্নতি সম্ভব নয়। ওনার মাথায় যে ঘিলু আছে, তাতে আছে চুরি করা, টাকা বানানো, এতিমের টাকা খাওয়া, মানুষ পোড়ানো, মানুষ মারা। এটাই তো!’ খালেদা জিয়া ও তার দুই ছেলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তার দুই ছেলে দুই রতœ। তারা মানি লন্ডারিংয়ে পারদর্শী। খালেদা জিয়া মানুষ পোড়ানোতে পারদর্শী।’
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগের ছেলেমেয়েদের আমি বলব মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। খালি অংক আর উর্দুতে পাস করলে চলবে না। বিজ্ঞান-প্রযুক্তি, আমাদের সংস্কৃতি, সাহিত্য সব কিছুই পড়তে হবে।’ ছাত্রলীগের মূলনীতির কথা স্মরণ করিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘ছাত্রলীগের যে মূলনীতি, সেই নীতি ধরে এগোতে হবে। শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে শান্তির পথে, প্রগতির দিকে এগিয়ে যেতে হবে ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ নিজ নিজ এলাকার নিরক্ষর কেউ থাকলে তাকে অক্ষরজ্ঞান দেয়ার জন্য ছাত্রলীগ কর্মীদের পরামর্শ দেন শেখ হাসিনা।
এর আগে নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ। সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মসূচি শুরু হয়। এরপর সেখান থেকে নেতাকর্মীরা ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। একে একে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন কেন্দ্রীয় সভাপতি মো: সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।