ছাত্রলীগের সম্মেলন ১১ ও ১২ মে

রাজনীতি ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ২৯তম সম্মেলন ১১ ও ১২ মে অনুষ্ঠিত হবে। গত ৫ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। একই সঙ্গে সংগঠনটির তিন ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ২৯ এপ্রিল, ঢাকা মহানগর উত্তরে ২৬ এপ্রিল এবং ঢাকা মহানগর দক্ষিণে ২৪ এপ্রিল সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এ সময় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে সোহাগ সভাপতি হিসেবে নিজেকে শতভাগ সফল বলে দাবি করে বলেন, ‘আমি তো মনে করি আমি শতভাগ সফল। শতভাগ সফলের পরে ব্যর্থতা থাকে না।
আমি এই সংগঠনের সভাপতি হিসেবে ব্যর্থ মনে করছি না। তবে আমি ভুল করে থাকলে সেটা লেখার দায়িত্ব সাংবাদিকদের।’ আর সফলতা-ব্যর্থতা নিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘আমরা মনে করি, ছাত্রলীগের যত অর্জন আছে, তা কেন্দ্রীয় কমিটির সব নেতা ও ছাত্রলীগের সর্বস্তরের কর্মীর। অন্য দিকে সকল ব্যর্থতার দায়ভার আমাদের দুজনের।
২০১৫ সালের ২৫-২৬ জুলাই সোহাগ-জাকিরকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। গত জুলাইয়ে গঠনতন্ত্র মোতাবেক এ কমিটি বিলুপ্ত হওয়ার কথা ছিল। কিন্তু নতুন নেতৃত্ব নির্বাচনে সম্মেলনের দিনক্ষণ ঠিক করতে গড়িমসি করেন তারা। এরপর কেন্দ্রীয় কমিটির একটি অংশের বিরোধিতার মুখে দীর্ঘদিনের গঠনতন্ত্র লঙ্ঘন করে পদে থাকার ‘রীতি’ ভাঙতে হয় সোহাগ-জাকিরকে। প্রধানমন্ত্রীর পরামর্শ মোতাবেক গত ৩১ জানুয়ারি কেন্দ্রীয় সম্মেলন করার কথা ছিল। কিন্তু নিজেদের প্রস্তুতির ঘাটতির কথা জানিয়ে ওই সময় কেন্দ্রীয় সম্মেলন করা থেকে বিরত থাকে বর্তমান কমিটি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে বাধ্য হয়েছেন সোহাগ-জাকির।