ঠিকানা অনলাইন : ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে ‘ডিবি পরিচয়ে’ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ। তারা হলেন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সম্রাট ও সোহরাওয়ার্দী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা।
গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলিস্তান ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচ থেকে দুজনকে ডিবি পরিচয়ে ধরে নিয়ে যায়। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলেও রিসিভ হচ্ছে না।
আবু হানিফ বলেন, গতকাল শুক্রবার সম্রাটের কয়েকটি ছবি সোশ্যালে ভাইরাল হয়। ছবিতে তার গায়ে ‘গণতন্ত্র এখন কফিনে’ এবং ‘৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস’ লেখা ছিল। আমাদের ধারণা, এ কারণেই সম্রাটকে তুলে নিয়ে গেছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের আন্দোলন দমন করার জন্য আমাদের নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে।
ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক ফ্যান পেজ থেকে এ বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়। তাতে দাবিকৃত দুজনের ছবি সংযুক্ত ও তাদের পরিচয় তুলে ধরা হয়। পরে সেই পোস্টে তাদের অনতিবিলম্বে মুক্তি চাওয়া হয়।
তবে এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
ঠিকানা/এনআই