ছাত্র ও এক্সচেঞ্জ ভিজিটরদের ক্ষেত্রে অবৈধ উপস্থিতির নয়া নীতি

কাজী ইবনে শাকুর : গত ১১ মে শুক্রবার আমেরিকার সিটিজেনশীপ ও ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) এক নতুন পলিসি মেমোরেন্ডাম প্রকাশ করেছে। তাতে এজেন্সি কিভাবে ছাত্রদের উপস্থিতিকে এবং এক্সচেঞ্জ ভিজিটরদের যেমন F, J ও M নন ইমিগ্র্যান্ট ভিসাধারী যার মধ্যে F2, J2 অথবা M2 ভিসায়
নির্ভরশীল ব্যক্তি রয়েছে, কিন্তু যারা স্ট্যাটাস বজায় রাখতে পারেনি তাদের বিষয়ে কিভাবে বৈধ-অবৈধের হিসেব করবে সে বিষয়ে নিয়ম-নীতি প্রকাশ করা হয়েছে।
এই পলিসি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের সাথে সঙ্গতিপূর্ণ। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে দেশের জন নিরাপত্তা বৃদ্ধিকরণ আইন বলবতকরণ এর লক্ষ্য। এ আইন ৯ আগস্ট ২০১৮ সাল থেকে কার্যকর হবে।
ইউএসসিআইএস পরিচালক এল ফ্রান্সিস কিসনা বলেন, ইউএসসিআইএস যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন সিস্টেম সমন্বয়ের জন্য একটি মিশন নিয়ে কাজ করে। F, J ও M ভিসা নিয়ে যারা আসেন তারা এক বিশেষ উদ্দেশ্যে এদেশে আসেন। যখন তাদের উদ্দেশ্য শেষ হবে তখন আমরা আশা করবো তারা চলে যাবেন। অথবা তারা অন্য কোনো আইনগত বৈধ স্ট্যাটাস নেবে। বার্তাটা অত্যন্ত পরিষ্কার। এসব নন ইমিগ্র্যান্টস তাদের এডমিশন পিরিয়ডের সীমার বাইরে থাকতে পারে না। অথবা তাদের এডমিশন টার্ম ভায়োলেট করতে পারে না। এবং আমেরিকার কোনোভাবে অবৈধ অবস্থায় থাকতে পারে না। F, J ও M স্ট্যাটাসে যারা এদেশে থাকতে ব্যর্থ হয়েছে ২০১৮ সালের ৯ আগস্টের আগে, তারা সে তারিখের পর অবৈধ হিসেবে বসবাস করছে বলে প্রতীয়মান হবে। যদি তারা নিম্নোক্ত উপায়ে অবৈধ উপস্থিতির মধ্যে থাকে।
* যেদিন হোমল্যান্ড সিকিউরিটি তার ইমিগ্রেশন বেনিফিট অনুরোধ বাতিল করেছে। যদি হোমল্যান্ড সিকিউরিটি এমন কোনো আনুষ্ঠানিক অনুসন্ধানে দেখে যে, তারা অন্য ইমিগ্রেশন বেনিফিট নিতে গিয়ে নন ইমিগ্র্যান্ট স্ট্যাটাস ভায়োলেট করেছে তার পর থেকে;
* তাদের আই-৯৪ শেষ হয়ে যাওয়ার পর;
* যেদিন থেকে কোনো ইমিগ্রেশন জাজ বা কোনো মামলার ক্ষেত্রে বোর্ড অব ইমিগ্রেশন আপীল তাদের বহিষ্কার বা বাদ দিলে (আপীল হলেও)। যে সব ব্যক্তি F, J ও M স্ট্যাটাসের বৈধতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে তারা ৯ আগস্ট থেকে অবৈধ হিসেবে পরিগণিত হবে।
* যে দিন থেকে তারা লেখাপড়া বন্ধ করেছে। অথবা অনুমোদিত কার্যকলাপ বন্ধ করেছে। অথবা যেদিন তারা অবৈধ কার্যকলাপে মগ্ন হয়েছে।
* কোর্স অব স্টাডি কর্মসূচি কোনো প্রকার প্রাকটিক্যাল প্রশিক্ষণ অথবা কোনো গ্রেস পিরিয়ডের পর।
* আই-৯৪ শেষ হওয়ার পর।
* ইমিগ্রেশন জাজ বা বোর্ড অব ইমিগ্রেশন আপীল তাদের বাদ দেয়া, বহিষ্কার করা অথবা অপসারণ করার আদেশ দেয়ার পর। যে সব ব্যক্তি এক সময় ১৮০ দিন অবৈধভাবে অবস্থানের পর চলে গেলে তারা ৩ বছর কিংবা ১০ বছরের জন্য পুনঃ প্রবেশের অধিকার পাবে না। তা নির্ভর করবে তারা কতদিন অবৈধভাবে চলে যাওয়ার পূর্বে এদেশে অবস্থান করেছে তার ওপর। যদি এক বা একাধিক সময়ে কোনো ব্যক্তি এক বছরের বেশি অবৈধভাবে এদেশে অবস্থান করে তারপর তারা যদি পুনঃ প্রবেশ করে বা করতে চায় এবং তাদের যদি রিএন্ট্রি বা প্যারোল না থাকে তাহলে তারা স্থায়ীভাবে প্রবেশের অনুমতি পাবে না। যারা তিন বছর, ১০ বছর বা স্থায়ীভাবে অবৈধ উপস্থিতির জন্য প্রবেশে বাধাগ্রস্ত হয় তারা সাধারণত ভিসা বা পূর্ণ প্রবেশ বা গ্রিনকার্ডের আবেদন করার উপযুক্ত নয়, যদি না তা ওয়েভারের পর অথবা অন্যকোনো ধরনের অনুমতি পায়।
এই মেমোরেন্ডামের ওপর ৩০ দিন যাবত মন্তব্য দেয়া যাবে। মন্তব্য পেশের দিন শেষ হবে ১১ জুন।