ছাদিয়া চৌধুরীর গ্র্যাজুয়েশন সম্পন্ন

নিউজার্সি : দি কলেজ অব নিউজার্সি (টিসিএনজে) থেকে গত ১৭ মে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেছে ছাদিয়া চৌধুরী। সে বিজনেস এডমিনিস্ট্রেশন এ ফাইন্যান্স মেজর নিয়ে অত্যন্ত ভাল রেজাল্ট করে অনার সার্টিফিকেট অর্জন করে। ছাদিয়া মূলধারার রাজনীতিক হেলডন নিউজার্সির কমিশনার দেওয়ান বজলু চৌধুরীর মেয়ে। ছাদিয়ার বড় ভাই দেওয়ান ছামীও টিসিএনজে থেকে ২০১১ সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বর্তমানে ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানিতে ভাল অবস্থানে কর্মরত। ছাদিয়া ইতিমধ্যে ভাল রিপুটেড ব্যাংক কর্তৃক নিয়োগ পেয়েছে এবং আগামী ২৯ মে থেকে কাজে যোগ দিবে। সে সবার দোয়া প্রার্থী। -প্রেস বিজ্ঞপ্তি।