ছেলের জন্য অস্ট্রেলিয়ায় শাবনূর

চেয়েছিলেন একমাত্র ছেলে আইজান নেহান বাংলাদেশে পড়াশোনা করুক। বারিধারার সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করারও সিদ্ধান্ত নিয়েছিলেন। স্কুলটির অন্যতম উপদেষ্টা তিনি। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদলেছেন ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী নায়িকা শাবনূর। এখন অস্ট্রেলিয়ায় ছোট বোন ঝুমুরের কাছে রেখে আইজানকে পড়াতে চান। এ জন্য তাকে ফের একবার দেশত্যাগ করতে হলো। ফেব্রুয়ারিতে ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়িও দিয়েছেন। এর মধ্যে স্কুলে ভর্তির সব কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন শাবনূরের মা আমেনা খাতুন। তিনি বলেন, ‘শাবনূর চায় আইজান ভালোভাবে পড়াশোনা করুক। পরিবারের মুখ উজ্জ্বল করুক।’

একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা এখন পুরোদস্তুর সংসারী। স্বামী-সন্তান নিয়ে তার দিন কাটে আদর্শ বাঙালি নারীর মতোই। একমাত্র ছেলেকে নিয়ে শাবনূর স্বপ্ন দেখেন, বড় হয়ে দেশসেরা ক্রিকেটার হবে আইজান। এ বিষয়ে শাবনূর বলেন, ‘সবাই চায় তার সন্তান ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু আমি তেমনটা চাই না। আমার ইচ্ছা আইজানকে আমি ক্রিকেটার হিসেবে তৈরি করব। আমি আইজানকে ক্রিকেটার বানাতে চাইলেও তার বাবা এটা চায় না। সে চায় আইজান ভালো ডাক্তার হোক। কিন্তু আমি ওকে ক্রিকেটার হিসেবেই দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘আইজান এখন বেশ বড় হয়েছে। সে খেলতে চায়। ক্রিকেটের প্রতি তার আগ্রহ বাড়াতে আমরা তার খেলার জন্য কটি ব্যাট ও বল কিনে দিয়েছি। সে ওইসব নিয়েই এখন খেলে।’ তবে শাবনূরভক্তদের জন্য সুখবর হলো আবার তিনি বড় পর্দায় ফিরতে চাইছেন। সে লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছেন তিনি। কমিয়ে আনছেন শরীরের ওজন।