ঠিকানা অনলাইন : ৮২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তির ক্যারিয়ারজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার মা সেলেস্তের। কদিন আগেই যার বয়স শতবর্ষ পেরিয়েছে। ছেলে হারানোর যন্ত্রণায় এখন কাতর তিনি।
পুরো ফুটবল বিশ্বকে শোকে ভাসিয়ে বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দেন পেলে। সাও পাওলোর একটি হাসপাতালে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয়েছে তার।
কয়েক মাস আগেই মায়ের শতবর্ষ উপলক্ষে ছবি পোস্ট করেছিলেন পেলে। সেদিনের পোস্টে পেলে লিখেছিলেন, ‘আজ, আমরা ডোনা সেলেস্তের জীবনের ১০০ বছর উদ্যাপন করছি। অল্প বয়স থেকেই আমাকে ভালোবাসা ও শান্তির মূল্য শিখিয়েছেন তিনি। আমার কাছে তার ছেলে হওয়ার কৃতজ্ঞতা প্রকাশের জন্য শতাধিক কারণ রয়েছে। দিনটি উদ্যাপনের জন্য এই ছবিগুলো তোমার সঙ্গে শেয়ার করছি। প্রতিটি দিন তোমাকে পাশে পাওয়ার জন্য ধন্যবাদ, মা।’
অথচ আজ নিজেও পেলেকে কাছে পাচ্ছেন না সেলেস্তে। বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারকে বিদায় দেওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে তাকে। আগামী সোমবার ছেলের নিথর দেহ গোরস্থানে শুয়ে দিতে হবে ‘ব্রাজিলের বর্ষসেরা মা’ হওয়া সেলেস্তেকে।
ব্রাজিলের পক্ষ থেকে সম্প্রতি ‘ব্রাজিলিয়ান মাদার অব দ্য ইয়ার’ সম্মাননা দেওয়া হয়েছে তাকে। সেই মাকে রেখে পেলে এখন অন্যলোকে।
কতটা ব্যথা নিয়ে প্রিয় পেলেকে বিদায় দেবেন, তার ভার একমাত্র সেলেস্তেই জানবেন। এমন কঠিন ব্যথার চেয়ে তার জন্য হয়তো উল্টোটাই হলে ভালো হতো। ছেলের কাঁধেই শেষ বিদায়টা নিতে পারতেন তিনি।
ঠিকানা/এনআই