ছোঁয়া

শান্তুনু আসিফ

মেঘ ছুঁয়ে যায় অসীম নীল আকাশ,
বৃষ্টি ছোঁয় চাল, সবুজ বিপিন, ঘাস।
পবন ছোঁয় সমুদ্র, গিরি, বসুমতী,
জল ছোঁয় জলজ, তরী, মৃত্তিকা, মাছ।
আলো ছোঁয় সূর্য্য, দিবা কোলাহল, গাছ,
কৃষ্ণ নিশি ছোঁয় চন্দ্র-তারা, অপবাদ।
জীবন ছোঁয় কষ্ট, প্রেম, মৃত্যু, বাসনা,
অশ্রু ছোঁয়া নয়ন, না পাবার বেদনা।
হৃদয় ছোঁয় তাল, রুধির ভালোবাসা,
অলি ছোঁয় মধু-ফুল, সুরা ছোঁয় সাকী।
মনে-মন, হাতে-হাত, নৃ অংগে অংগনা,
সুর ছোঁয় গান, বাদক ছোঁয় বাজনা।
রাঙা ভেজা দুঠোঁট ছোঁয়া উষ্ণ চুম্বনে,
সব ছোঁয়া পুড়ে ছাঁই ঐ অগ্নিদহনে।