ঠিকানা রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আগাম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে গত ২২ সেপ্টেম্বর রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকনের সভাপতিত্বে আয়োজিত সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ। সভার শুরুতে পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করার পর জাতির জনক বঙ্গবন্ধুসহ সব শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ফ্লোরিডা আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ ও বেলজিয়াম আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ শ্রমিক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগাম জন্মদিন পালন করেন।
সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জনগণের আস্থার প্রতীক। তিনি তাঁর কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করেছেন শেখ হাসিনা এখন বিশ্ব নেতা।
মন্ত্রী বলেন, একাত্তর, পঁচাত্তর, ২০০৪ সালের বোমা হামলা প্রভৃতি ঘটনা একাই সূতায় গাঁথা। একমাত্র বোন ছাড়া সবকিছু হারিয়ে শূন্য হাতে দেশে ফিরে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নেয়ার মধ্য দিয়ে দেশের জনগণের দায়িত্ব নিয়েছিলেন। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুসহ সব হত্যার বিচার হয়েছে। তিনি আজ বাঙালি জাতির আশা-আকাক্সক্ষার প্রতীকে পরিণত হয়েছেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন, তিনি বেঁচে না থাকলে আমরা আজকের বাংলাদেশ পেতাম না।
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, মোশতাক-জিয়া-এরশাদ তো বাংলাদেশকে পাকিস্তানই বানিয়ে ফেলেছিলেন। শেখ হাসিনার কারণেই আজ আমরা উন্নয়ন-অগ্রগতির বাংলাদেশ পেয়েছি। শেখ হাসিনার নেতৃত্বেই একাত্তরের শক্তি পরাজিত হয়েছে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে, বাংলাদেশ বিশ্বব্যাপী উন্নয়নের মডেলে পরিণত হয়েছে।
রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের অনুষ্ঠানে দীপু মনি
শিক্ষামন্ত্রী ড. দীপু মনিকে সংবর্ধনা দিয়েছে নিউইয়র্কের রূপসী চাঁদপুর ফাউন্ডেশন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান, মূলধারার রাজনীতিবিদ মোর্শেদ আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন, এনওয়াইসির সভাপতি হারুন ভূঁইয়া, জর্জিয়া স্টেট আওয়ামী লীগের ইউসুফ আলী (পিন্টু), যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়াসহ রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।