
ঠিকানা ডেস্ক : কানাডার টরন্টোতে জন্মদিনে বাবার হাতে এক কিশোরী কন্যা খুন হয়েছে। বাবা-মা আলাদা, তাই মায়ের কাছেই থাকতো রিয়া রাজকুমার। ১০ পেরিয়ে ১১ বছরে পা রেখেছে সে। তাই জন্মদিনের আনন্দটুকু বাবার সঙ্গেও উপভোগ করতে চাচ্ছিল রিয়া।
কিন্তু বাবা রুপেশ রাজকুমারের হাতেই জন্মদিনে প্রাণ হারাতে হলো রিয়াকে। মেয়েকে খুন করার অভিযোগে তাকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ব্রাম্পটন শহরে। বাবার ঘর থেকেই উদ্ধার করা হয়েছে রিয়ার মৃতদেহ। রুপেশের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া চলছে।
রিয়াকে অপহরণ করেছে, তার মায়ের এমন অভিযোগের প্রেক্ষিতে সন্ধ্যা ৭টা নাগাদ তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ জানায়, রিয়া তার বাবার সাথে জন্মদিন পালন করছিল, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মায়ের কাছে তাকে ফেরত দেওয়া হয়নি। রুপেশ তার নিজের এবং তার মেয়ের ক্ষতি করবে এমনটা রিয়ার মাকে জানিয়েছিল।
এরপরই রিয়ার মা পুলিশকে বিষয়টি জানায়। পরে রিয়া রাজকুমারের মরদেহ তার বাবার কুইন স্ট্রিট এবং ব্রাম্পটনের হাইওয়ে ৪১০ এলাকার বাসার বেজমেন্ট থেকে উদ্ধার করা হয়। এরপর রুপেশকে আটক করে পুলিশ।