জন্মদিনে ম্যারাডোনাকে পেলের শুভেচ্ছা

ঠিকানা অনলাইন : ফুটবলের জীবন্ত কিংবদন্তি, আর্জেন্টিনার সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার দিয়েগো ম্যারাডোনার ৬০তম জন্মদিন উদ্‌যাপিত হলো ৩০ অক্টোবর শুক্রবার। জন্মদিনের কেক কেটেছেন ম্যারাডোনা নিজেই।

করোনাভাইরাসের কারণে জন্মদিনে জমকালো কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেননি আর্জেন্টিনার সাবেক এই ফরোয়ার্ড। তবু সাবেক ও বর্তমান খেলোয়াড়দের শুভেচ্ছায় সিক্ত হলেন তিনি।

ম্যারাডোনার ৬০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার প্রিয় বন্ধু পেলে। শুধু তা-ই নয়, ব্রাজিলের সাবেক এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বন্ধু ম্যারাডোনার সঙ্গে নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু, ম্যারাডোনা। আমি সব সময় আপনাকে সাধুবাদ জানাই। আপনার জন্য সব সময় শুভ কামনা। আপনার যাত্রা দীর্ঘ হোক এবং আপনি সর্বদা হাসিখুশি থাকুন। শুভ জন্মদিন!’

কিছুদিন আগে পেলের ৮০তম জন্মদিনেও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন ম্যারাডোনা। সে সময় তিনি লিখেছিলেন, ‘ফুটবলের সত্যিকারের রাজাকে সর্বজনীন শ্রদ্ধা।’

পেলে ও ম্যারাডোনা বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি। ২০০০ সালে ফিফার বিশ শতকের সেরা খেলোয়াড় হিসেবে যৌথভাবে মনোনীত হয়েছিলেন তারা।

ঠিকানা/এনআই