ঠিকানা অনলাইন : জন্মভূমি পেনসিলভানিয়া হতাশ করেনি জো বাইডেনকে। নিজের সন্তান বলে তাকে কোলে তুলে নিয়েছে। যুক্তরাষ্ট্রের এ রাজ্যেই তার জন্ম। এখানকার আলো-বাতাসে কেটেছে তার শৈশব। এ রাজ্যের স্ক্র্যানটনের মাটি গায়ে মাখানো সন্তানকে সেরা উপহার তুলে দিল পেনসিলভানিয়া।
বিশ্বের সবচেয়ে শক্তিধর হিসেবে তার সন্তানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছে। অন্য অনেক রাজ্য জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী করলেও পেনসিলভানিয়ার বিজয়ের সঙ্গে রয়েছে তার আত্মার সম্পর্ক। সে কথাই জানান দিলেন পেনসিলভানিয়াবাসী। তারা জানিয়ে দিলেন জো বাইডেন ডেলাওয়ার রাজ্যে বসবাস করলেও তাকে নিজেদের সন্তান মনে করেন পেনসিলভানিয়াবাসী।
টানটান উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে এখানকার ২০টি ইলেকটোরাল কলেজ ভোট তারা তুলে দিয়েছেন বাইডেনের হাতে। সঙ্গে সঙ্গেই সারা বিশ্বে সংবাদ শিরোনাম পাল্টে গেল। সবাই লিখতে শুরু করলেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন।
নির্বাচনে জালিয়াতি, অনিয়মের অভিযোগে পরাজিত ট্রাম্প টিম আইনের আশ্রয় নিলেও বাইডেন একজন দক্ষ রাজনীতিকের পরিচয় দিয়েছেন। নেতাকর্মীদের তিনি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
এখনো জর্জিয়া, অ্যারিজোনা ও নেভাদার ফল ঘোষণার বাকি। এসব রাজ্যে বাইডেন এগিয়ে আছেন। যদি এগুলোতে তিনি বিজয়ী হন, তাহলে তার মোট ইলেকটোরাল কলেজ ভোট দাঁড়াবে ৩০৬, যা প্রয়োজনের তুলনায় অনেক অনেক বেশি।
ঠিকানা/এনআই