সুব্রত চৌধুরী : সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী নিউজার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সির প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় আড়ম্বর ও আনুষ্ঠানিকতায় উদযাপন করেছেন।
দ্বাপর যুগের শেষ দিকে এই তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত কোলজুড়ে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মমতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের বাণী হিন্দু ধর্মাবলম্বীদের আলোড়িত করছে হাজার বছর ধরে।
জন্মাষ্টমী উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল- অধিবাস, দিনব্যাপী মঙ্গলাচারণ, নাম কীর্তন, গীতা পাঠ, কৃষ্ণ পূজা, পদাবলী কীর্তন, ধর্মীয় সংগীত পরিবেশন ইত্যাদি।
এগ হারবার শহরের বৈকুণ্ঠ হিন্দু মন্দির, গ্যালাওয়ে শহরের স্বামীনারায়ণ মন্দিরসহ সাউথ জার্সির অন্যান্য হিন্দু মন্দিরে বিপুলসংখ্যক প্রবাসী সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ জন্মাষ্টমী উৎসবে যোগ দেন। তাদের সবার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের সদস্য সুব্রত চৌধুরী ও পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান।
মিশিগান :মিশিগানে সনাতন ধর্মের মহাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমীর তিনদিনব্যাপী নানা অনুষ্ঠানমালা পালিত হয়েছে। গত ১৯ আগস্ট ওয়ারেন সিটির শিব মন্দিরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিকাল ৭টায় নারিকেল ফাটিয়ে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করেন মন্দিরের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট চিকিৎসক ড. দেবাশীষ মৃধা ও তার সহধর্মিনী চিনু মৃধা।
বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় নানা বয়সী শত শত নারী-পুরুষ। বড়রাও কৃষ্ণ সেজে বাঁশি হাতে শোভাযাত্রায় অংশ নেন। এ সময় অনেকের হাতে ছিল ব্যানার, ফেস্টুন, পতাকা। শোভাযাত্রায় ছিল মৃদঙ্গ, করতালসহ বিভিন্ন বাদ্যযন্ত্র।
এসব বাদ্যের তালে তালে শোভাযাত্রায় ভক্তদের মুখে ছিল ‘হরে কৃষ্ণ’ মহামন্ত্র কীর্তন। সেই সঙ্গে তারা উলুধ্বনি এবং শ্রীকৃষ্ণের জন্মদিন স্লোগান। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মাঝে ছিল উৎসবের আমেজ। শোভাযাত্রাটি মন্দিরের আশপাশ এলাকা ঘুরে আবারও মন্দিরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন রতন হাওলাদার, পুর্ণেন্দু চক্রবর্তী অপু, দেবাশীষ দাস, আশুতোষ চৌধুরী, অলক চৌধুরী, সৌরভ চৌধুরী, কমলেন্দু পাল, রাখী রঞ্জন রায়,
হীরালাল কপালী, তপন শিকদার, চিন্ময় আচার্য্য, অরুণ আচার্য্য, অতুল দস্তিদার, মৃদুল কান্তি সরকার, অপূর্ব কান্তি চৌধুরী, অশোক দাস, সঞ্জয় শীল, প্রণয় পাল, পরেশ দেবনাথ, হিমেল দাস, রাজর্ষী চৌধুরী গৌরব, বাবুল পাল, তন্ময় আচার্য্য, অয়ন চক্রবর্তী, হিমেল চৌধুরীসহ আরো অনেকে।
এদিকে গত ২০ আগস্ট মিশিগানের রাজ্যের ওয়ারেন সিটিস্থ মিশিগান কালীবাড়িতে সনাতন ধর্মের প্রাণপুরুষ পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী পালিত হয়েছে।
দুপুরে অধিবাস ও প্রার্থনা শেষে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। পরে হরিনাম সংকীর্তনে ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। বিকেল ৫টায় মন্দির প্রাঙ্গন থেকে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার বিচিত্র সাজসজ্জায় শঙ্খ, উলুধ্বনীর সাথে জয়ডংকা, কাঁসর ঘন্টার তালে তালে জন্মাষ্টমীর বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়। শত শত ভক্ত এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।