জন ক্যাইমেনের স্পেশাল অ্যাডভাইজর আখতার হোসেন বাদল

ঠিকানা রিপোর্ট : আসন্ন নির্বাচনে কংগ্রেসনাল (নিউইয়র্ক ডিস্ট্রিক্ট-৩) এর ডেমোক্রেট প্রার্থী জন ক্যাইমেনের ‘স্পেশাল অ্যাডভাইজর’ হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ী আকতার হোসেন বাদল। গত ২৭ জুলাই বুধবার ‘জন ক্যাইমেন ফর কংগ্রেস’ টিমের ক্যাম্পেইন ম্যানেজার ক্রিস্টিয়ান ম্যাকারিয়ো স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্কের লং আইল্যান্ডের সাফোক কাউন্টির গ্রেট নেক এলাকা নিয়ে গঠিত আসনে আগামী ২৩ আগস্ট অনুষ্ঠিতব্য নির্বাচনে ক্যাইমেন লড়ছেন ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের জন্যে। এ নিয়োগের মাধ্যমে শ্বেতাঙ্গ আমেরিকান কমিউনিটিতে বাংলাদেশিদের গুরুত্বের পরিধি বাড়লো মনে করা হচ্ছে।
নিয়োগ পেয়ে প্রদত্ত এক বিবৃতিতে আখতার হোসেন বাদল বলেন, ক্যাইমেন হলেন চ্যালেঞ্জিং সময়ের উপযোগী নেতা। বহুদিন ধরে কমিউনিটির বিশ্বস্ত একজন নেতা হিসেবে, কখনো বিচারপতি হিসেবে আবার কখনো সাফোক কাউন্টির প্রশাসক হিসেবে জন ক্যাইমেন এলাকাবাসী তথা নিউইয়র্ক বাসীর পাশে আবির্ভূত হয়েছেন। তিনি নির্বাচিত হলে লং আইল্যান্ড তথা নিউইয়র্ক স্টেটকে কাজের সুন্দর একটি জায়গা হিসেবে পরিণত করবেন। বসবাসের নিরাপদ স্থান এবং জীবিকা অর্জনের উত্তম অবলম্বনে পরিণত করতে চান জন ক্যাইমেন। এসব ইস্যুতে আমিও কাজ করতে স্বাচ্ছন্দবোধ করি বলেই জনের টিমে অংশ নিচ্ছি।