টলিউডের রাজকীয় বিয়ে। অনেক বিতর্ক এড়িয়ে শেষ পর্যন্ত পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের চার হাতের মিলন ঘটেছে গত ১১ মে। দক্ষিণ ২৪ পরগনার বজবজে বাওয়ালি রাজবাড়িতে সামাজিক বিয়ের অনুষ্ঠানে শুভশ্রী পড়েছিলেন সাবেকি লাল বেনারসি। গলাভর্তি সোনার গয়না। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা বেনারসিতে শুভশ্রীকে বেশ উজ্জ্বল লেগেছে। আর বর রাজ পরেছিলেন রাজ বন্দ্যোপাধ্যায়ের ডিজাইন করা সবুজ পাঞ্জাবি আর ধুতি। তবে বিয়ের দিন সারা দিন হয়েছে নানা ধরনের অনুষ্ঠান। সকালে ছিল গায়ে হলুদ। সন্ধ্যায় সঙ্গীতের পালা মিটিয়ে রাতে হয়েছে বিয়ের অনুষ্ঠান। গায়ে হলুদেও সেজেছিলেন শুভশ্রী সাবেকি ধাঁচে। অফ হোয়াইট লেহেঙ্গার সঙ্গে ফুলের গয়নায় অপূর্ব লাগছিল শুভশ্রীকে। প্রথমে গায়ে হলুদ হয় রাজের। আত্মীয়-বন্ধুদের উপস্থিতিতে রীতি মেনেই হয় গায়ের হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদে শুভশ্রী পরেছিলেন পূজা প্রসাদের ডিজাইন করা সোনালি রঙা লেহেঙ্গা। গায়ে হলুদের পর ছিল তত্ত্ব আদান-প্রদানের পালা। দুই পরিবার থেকেই তত্ত্ব সাজিয়ে হাজির হয়েছিলেন আত্মীয় পরিজনরা। সন্ধ্যা থেকে শুরু হয়েছিল জমকালো সঙ্গীতের অনুষ্ঠান। উজ্জ্বল পাঞ্জাবি-কুর্তায় সেজেছিলেন রাজ। সঙ্গীতের তালে তালে পা মিলিয়েছিলেন রাজ-শুভশ্রী। এর পরেই পুরোহিতের মন্ত্র উচ্চারণে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। শুভদৃষ্টি, সাতপাক, মালাবদল, সিঁদুরদানসহ সবই বাঙালি রীতি মেনেই হয়েছে। অতিথিদের জন্য ছিল ভোজের বিশাল আয়োজন। বিয়েতে টলিউডের সেলিব্রিটিরা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও।
- বিজ্ঞাপন -