জমে উঠেছে জ্যামাইকায় আফতাব সুপার মার্কেট

ঠিকানা রিপোর্ট : জ্যামাইকার সাটফিন বুলেভার্ডের ১৪৪ স্ট্রিট হিলসাইড অ্যাভিনিউতে চালু হয়েছে আফতাব সুপার মার্কেট। জানুয়ারি মাসে এটি চালু হয়। গ্র্যান্ড ওপেনিংয়ের দিন থেকে বিভিন্ন পণ্যের ওপর দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। এই স্পেশাল সেল চলবে আগামী রমজান মাস পর্যন্ত। মূলত কমিউনিটির মানুষের সেবা করার উদ্দেশ্যেই এটি করা হয়েছে। এই তথ্য জানান আফতাব সুপার মার্কেটের কর্ণধার জুয়েল আহমেদ। তিনি একজন আইটি স্পেশালিস্ট। চাকরির পাশাপাশি এই সুপারশপটি পরিচালনা করছেন। তার সঙ্গে রয়েছেন তার ভাই ফরহাদ হাসান। তারা কাস্টমারদের হাতে তুলে দিচ্ছেন গুণমানসম্পন্ন পণ্য। এ ব্যাপারে ফরহাদ হাসান বলেন, আমাদের সুপারশপের বিশেষত্ব হলো স্টোরটি অনেক খোলামেলা। কেউ বাজার করতে এলে পরিবারের সদস্যদের নিয়ে স্বস্তিকর পরিবেশে ঘুরে ঘুরে বাজার করতে পারবেন। আমরা সম্পূর্ণ ফ্রেশ ফুড, ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ মাংস সরবরাহ করছি। আমাদের সব পণ্যের গুণ ও মান আমরা নিশ্চিত করছি। আমাদের বিশেষ বৈশিষ্ট্য হলো আমরা রিজিউনেবল প্রাইসে সব পণ্য সরবরাহ করছি। আমাদের ব্যবসার নীতি হলো আমরা সীমিত লাভ করি। একটি পণ্যের দাম ২ ডলার হলে আমরা সেটিতে ১০ থেকে ২০ সেন্ট প্রফিট করি। কোনোভাবেই এক ডলার লাভ করি না। আমরা আসলে বেশি লাভ করতে চাইছি না। ব্যবসার পাশাপাশি আমরা কমিউনিটির মানুষের সেবা করতে চাই। আমাদের শপের সামনেই একসঙ্গে অনেক গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে। পার্কিং ফ্রি। আমরা ইবিটি চালু করার চেষ্টা করছি। গত ডিসেম্বরে এ জন্য আবেদন করেছি। এখনো অনুমোদন আসেনি। আশা করছি শিগগিরই অনুমোদন পেয়ে যাব।


ফরহাদ হাসান আরো বলেন, আমরা এইচএমএসের পরীক্ষিত হালাল মিট বিক্রি করি। প্রতি সপ্তাহে হালাল মনিটরিং সিস্টেমের লোকজন এসে পরীক্ষা করে। অনেক জায়গায় প্রিপেইড মিট বিক্রি করা হয়, আমরা এটি করি না। আমরা পৃথক মেশিনে গরুর মাংস কাটি। হিন্দু ধর্মাবলম্বীর মানুষ কিংবা যারা গরুর মাংস খান না বা একই মেশিনে গরুর মাংস কাটা হলে তারা মাংস খান না, এমন কাস্টমারদের জন্য আমরা আলাদা মেশিন রেখেছি। এতে করে সব কাস্টমারই খুশি যে তারা হালাল মাংস নিতে পারছেন।
আফতাব সুপার মার্কেটের কর্ণধার জুয়েল আহমেদ বলেন, আমরা এখন গ্র্যান্ড ওপেনিং থেকে শুরু করে বিশেষ সেল দিচ্ছি। এই সেল চলবে আগামী পবিত্র রমজান মাস পর্যন্ত। আমরা চাল, ডাল, তেল, মসলা, মাংস, জুস, সবজি, ডিম, দুধ, টয়লেট্রিজ, ঘরের জিনিসপত্র, বিস্কুটসহ যত ধরনের পণ্য মানুষের প্রতিদিনের প্রয়োজন হয়, সবকিছুই রেখেছি।
তারা জানান, এটি তারা প্রথম চালু করেছেন। আপাতত তাদের আর কোথাও কোনো শাখা নেই। তবে পরিকল্পনা রয়েছে আরো বেশ কয়েকটি শাখা করার। এ জন্য নিউইয়র্ক সিটির বিভিন্ন বরোতে ভালো লোকেশন খুঁজছেন। সেটি পেলেই নতুন সুপারশপ চালু করবেন।
জুয়েল আহমেদ জ্যামাইকা, কুইন্স ভিলেজ, বেলরোজ, লং আইল্যান্ড, পারসন্স, সাটফিন বুলেভার্ড, ব্রায়ারউড, উডসাইড, এলমহার্স্টসহ নিউইয়র্ক সিটির বাসিন্দাদের প্রতি অনুরোধ জানান তাদের শপ থেকে পছন্দের বাজার কিনতে। তিনি ক্রেতাদের ন্যায্য মূল্যে, স্বস্তি নিয়ে বাজার করা এবং হালাল খাবারের নিশ্চয়তা দেন।
আফতাব সুপার মার্কেটে রুই মাছ ৩ কেজি পর্যন্ত প্রতি পাউন্ড ২.১৯ ডলার, ৪ কেজি পর্যন্ত ২.৩৯ ডলার, ৫ কেজি পর্যন্ত ২.৮৯ ডলার; মৃগেল মাছ ৩ কেজি পর্যন্ত প্রতি পাউন্ড ৩.১৯ ডলার, ৪ কেজি পর্যন্ত ২.৯৯ ডলার, ৫ কেজি পর্যন্ত ৩.৮৯ ডলার; ইলিশ মাছ ১২ আপ প্রতি পাউন্ড ৯.৯৯ ডলার; রাইসলান্ড পারবয়েলড রাইস ২০ পাউন্ড ২৯.৯৯ ডলার, ২০ পাউন্ডের রশনি বাসমতি রাইস ২০.৯৯ ডলার, বিলাস প্রিমিয়াম পারবয়েলড রাইস ২০ পাউন্ড ১৫.৯৯ ডলার, লক্ষ্মী সেলাপি বাসমতি রাইস ২০ পাউন্ড ১৯.৯৯ ডলার, বেগম বাসমতি রাইস ২০ পাউন্ড ২০.৯৯ ডলার, রূপসা বাসমতি রাইস ২০ পউন্ড ২১.৯৯ ডলার, নীলা পারবয়েলড বাসমতি রাইস ২০ পাউন্ড ২১.৯৯ ডলার, রূপসী বাসমতি রাইস ২০ পাউন্ড ১৭.৯৯ ডলার, শাপলা মিনিকেট রাইস ২০ পাউন্ড ২০.৯৯ ডলার, বাহার ইএল গ্রেড বাসমতি রাইস ১০ পাউন্ড ১১.৯৯ ডলার, বিফ উইথ বোন ২.৯৯ এবং বেবি গোট ৯.৯৯ ডলার।