জলদস্যু অমিতাভ বচ্চন

লোগো টিজার প্রকাশের এক দিন পরেই ঠগস অব হিন্দুস্তান-এর একটি ফার্স্ট লুক মোশন পোস্টার প্রকাশ করলেন আমির খান। সবচেয়ে বড় ঠগ খুদবক্সের ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন। সিনেমায় কেমন রূপে দেখা যাবে তাকে সেই ছবিই প্রকাশ করেছেন আমির। সিনেমায় এক জলদস্যুর সাজে দেখা যাচ্ছে তাকে। সম্পূর্ণ ধাতব একটি পোশাকে, হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পেছনে উত্তাল সমুদ্র আর বড় একটি জ্বলন্ত জাহাজ।