জাকির নায়েককে ফেরত চেয়েছে ভারত

বিশ্বচরাচর ডেস্ক : ইসলাম বিশেষজ্ঞ ও পিস টিভির প্রতিষ্ঠাতা বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব জাকির নায়েককে ফেরত দিতে মালয়েশিয়ার কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে ভারত সরকার। নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এ তথ্য। খ্যাতিমান ধর্মীয় বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে অভিযোগ দায়ের হয়েছে ২০১৬ সালে। ঢাকার হোলে আর্টিজান বেকারিতে উগ্রবাদী হামলায় জড়িতদের মধ্যে দুইজন জাকির নায়েকের ভাষণে উদ্বুদ্ধ হয়েছিল এমন অভিযোগ করার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। ওই বছর ২৬ অক্টোবর জাকির নায়েক ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং হারমোনি মিডিয়া প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তারা। এরপর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে ভারত সরকার। ওই ঘটনার পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন জাকির নায়েক।
২০১৭ সালের নভেম্বরে মালয়েশিয়া জানিয়েছিল, আনুষ্ঠানিক আবেদন পেলে তারা জাকির নায়েককে ফেরত পাঠানোর উদ্যোগ নেবে। এবার ভারত সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগেরই প্রক্রিয়া শুরুর খবর পাওয়া গেল। এনআইএ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশীয় কর্তৃপক্ষের কাছে জাকির নায়েককে ফেরত চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছে।