জাতিসংঘের সামনে এইআরডিবি’র বিক্ষোভ : আন্তর্জাতিক গুম খুন প্রতিরোধ দিবস

ঠিকানা রিপোর্ট : আন্তর্জাতিক গুম খুন প্রতিরোধ দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশীরা সমাবেশ থেকে বাংলাদেশে গুম হওয়া স্বজনদের ফিরিয়ে দেওয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন সহ সরকারের বিভিন্ন সমালোচনা করে শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করা হয়। ৩০ আগস্ট মঙ্গলবার অপরাহ্নে জাতিসংঘ ভবনের সামনে ফাস্ট এভিনিউ ও ৪৩ স্ট্রীটস্থ পার্কে এই সমাবেশের আয়োজন করা হয়।
জাতিসংঘ সদর দফতরের মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড ডেভেলমেন্ট ফর বাংলাদেশ (এইআরডিবি) এবং বাংলাদেশী আমেরিকান কনসার্নড সিটিজেন এর ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে কোয়ালিশন ফর হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ, সাউথ এশিয়ান পলিশি ইনিশিয়েটিভ, গুম হওয়া স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ প্রভৃতি সংগঠনও এতে যোগ দেয়। এছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মিজানুর রহমান ভূইয়া মিল্টন ও জসিম ভূইয়া’র নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরাও সমাবেশে যোগ দেন।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এইচআরডিবি’র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, সিএইচআরডি বাংলাদেশের সেক্রেটারি ইমরান আনসারী, বোর্ড মেম্বার রীটা রহমান, বিশিষ্ট লেখিকা ডা. মিনা ফারাহ, সাংবাদিক এমদাদ দিপু, বিএনপি নেতা মিজানুর রহমান ভূইয়া মিল্টন, জসিম ভূইয়া, গোলাম ফারুক শাহীন, মাওলানা অলি উল্লাহ আতিকুর রহমান, আহবাব চৌধুরী, হাবিবুর রহমান সেলিম রেজা প্রমুখ। সমাবেশে গুম হওয়া ব্যারিষ্টার আরমানের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন ভিকটিমের চাচা মীর মাসুম আলী। সমাবেশটি সঞ্চালনা করেন মাহবুবুর রহমান।
সমাবেশে অংশগ্রহনকারীরা বিভিন্ন দাবী-দাওয়া সম্বলিত ব্যানার, ফেস্টুন প্রদর্শন ছাড়াও ‘সন্তান হারা মায়ের ডাক, ফ্যাসিবাদ নিপাদ যাক’ ‘গেট ব্যাক মাই ব্রাদার’ প্রভৃতি শ্লোগানে মুখরিত করে তোলে জাতিসংঘ চত্ত্বর।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বাংলাদেশে গুম, খুন বন্ধ, ইতিমধ্যে গুম হওয়া স্বজনদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং বাংলাদেশে জোরপূর্বক গুম তদন্তে জাতিসংঘকে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে। সমাবেশ শেষে সিএইচআরডি বাংলাদেশ এর পক্ষে জাতিসংঘ মহাসচিব সমীপে একটি স্মারকলিপি দেয়া হয়।