বিশ্বচরাচর ডেস্ক : ২০১৭ সালে বিভিন্ন মিশনে নিয়োজিত কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের ১৩৮টি অভিযোগ এসেছে জাতিসংঘের কাছে। এদের মধ্যে প্রায় অর্ধেক অভিযোগ জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে এসেছে বলেই জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেজের বরাত দিয়ে ঐ রিপোর্টে জানানো হয়, জাতিসংঘের ১০টি শান্তিরক্ষী এবং কূটনৈতিক মিশনে নিয়োজিত সেনাকর্মকর্তাদের বিরুদ্ধে এবার অভিযোগের সংখ্যা নেমে এসেছে ৬২টিতে। ২০১৬ সালে শান্তিরক্ষীদের বিরুদ্ধে ১০৪টি যৌন নির্যাতন ও হয়রানির অভিযোগ এসেছিল জাতিসংঘের কাছে।
জাতিসংঘের কর্মীদের দ্বারা যৌন নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন গুতারেজ। তিনি জাতিসংঘ শান্তিরক্ষীদের দ্বারা যৌন নির্যাতনের ঘটনাকে অমার্জনীয় অপরাধ বলে অভিহিত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছিলেন।