জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

নিউইয়র্ক : গত ৯ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ৮ টায় জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জাপার উপদেষ্টা সৈয়দ শওকত আলী, জাপার সহ সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন মিয়া, যুব বিষয়ক সম্পদাক শফিউল আলম, যুগ্ম মহিলা সম্পাদিকা ফারজিন আহমেদ স্বর্ণা প্রমুখ। আলোচনা সভায় জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর কালে জাতীয় পার্টির বিভিন্ন কর্মসূচীর প্রস্তুতি নিয়ে এবং দেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন। তাদেরকে নিয়ে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভায় আগামী জাতীয় নির্বাচন এবং সম্ভাব্য জাতীয় পার্টির আসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী জাতীয় নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আবার হুসাইন মুহাম্মদ এরশাদ এর নেতৃত্বে দেশ পরিচালনার জন্য জাতীয় পার্টিকে সুযোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। রোহিঙ্গা বিষয়ে জাতিসংঘের মাধ্যমে সমাধানের জন্য মিয়ানমারের উপর চাপ সৃষ্টিতে বাংলাদেশের পাশে থাকার জন্য বন্ধুদেশ দেশসহ বিশ্বে নেতৃবৃন্দের প্রতি জোর দাবিব জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।