জানুয়ারিতে আসছেন অপু বিশ্বাস

ঠিকানা রিপোর্ট : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রনায়ক শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও সন্তান আব্রাম খান জয় যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। বিষয়টি জেনে খুশি হয়েছেন জয়ের বাবা অভিনেতা শাকিব খানও। এমনটাই জানিয়েছেন অপু বিশ্বাসের ঘনিষ্ঠজনরা। নতুন বছরে যুক্তরাষ্ট্রে আসার পরিকল্পনা রয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অপু বিশ্বাস।
অপু বিশ্বাস বলেন, ‘ভিসা তো অনেক আগেই পেয়েছি। এটা তো বলার মতো কোনো ঘটনা নয়। ইচ্ছা আছে জয়কে নিয়ে নতুন বছরে যুক্তরাষ্ট্রে ঘুরতে যাবো।’
জানা গেছে, গত ২৯ অক্টোবর আমেরিকার ভিসা হাতে পেয়েছেন অপু ও শাকিব পুত্র জয়। আগামী জানুয়ারিতেই আমেরিকায় উড়াল দেবেন তিনি। একই মাসে শাকিবও যুক্তরাষ্ট্রে আসতে পারেন।
এদিকে শাকিব খানের গুলশানের বাড়িতে নিয়মিত যাতায়াত বেড়েছে অপু বিশ্বাসের। জয়ের জন্মদিনে তারা একান্তে কিছু সময় কথাও বলেছেন, যেমনটা আগে ছিল না। অনেকেই মনে করছেন শাকিব-অপু আবারও এক হতে চলেছেন। তবে এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন শাকিব খান। তিনি বলেন, ‘অপু-বুবলী এখন আমার কাছে অতীত।’
উল্লেখ্য, আমেরিকার স্থায়ী বসবাসের অনুমতিপত্র নিয়ে দীর্ঘ ৯ মাস পর দেশে ফেরেন শাকিব খান। জানা গেছে, তার হাতে থাকা পুরোনো সিনেমার কাজ শেষ করে আমেরিকায় পাড়ি দেবেন এই অভিনেতা। সেখানে অপু বিশ্বাস ও জয়কে দেখা যাবে- এমনটাই মনে করছেন সিনেসংশ্লিষ্টরা।