ঠিকানা অনলাইন: চলতি বছরের শুরু থেকেই গুঞ্জন চলছে বলিউড তারকা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান কে এল রাহুলের বিয়ে নিয়ে! শোনা গিয়েছিলো, এ বছরের ডিসেম্বর কিংবা আগামি জানুয়ারির শুরুতেই চার হাত এক হবে আথিয়া-রাহুলের। তবে এবার জানা গেল, তাদের বিয়ের আসল তারিখ সম্পর্কে।
সম্প্রতি পাওয়া খবর অনুসারে, জানুয়ারির ২১ থেকে ২৩ তারিখের মধ্যে বসবে তাদের বিয়ের আসর। যার কারণে ইতোমধ্যেই জানুয়ারিতে (বাংলাদেশের টেস্ট সিরিজ শেষের পর) বিসিসিআইয়ের কাছে ছুটি চেয়েছেন রাহুল।
আথিয়া-রাহুলের ঘনিষ্ঠ এক সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, ডিসেম্বরের শেষ থেকেই তারা নিমন্ত্রণপত্র পাঠানো শুরু করবেন। জানুয়ারির ২১ থেকে ২৩ ফাঁকা রাখার কথা বলা হবে। তবে আথিয়ার পরিবারের তরফে এই খবরে অবশ্য শিলমোহর দেওয়া হয়নি এখনো। ওই সূত্রের দাবি, গোটা পরিবারই ব্যস্ত প্রস্তুতিতে।
জানা গেছে, দক্ষিণী মতেই বিয়ে হবে রাহুল-আথিয়ার। আর সেটাও খুব জাঁকজমক ভাবে। হলুদ-মেহেন্দি-সংগীতের অনুষ্ঠান হবে বিয়ের আগেই।
মাসখানেক আগে থেকেই সুনীলের খাণ্ডালার বাংলোতে বিয়ের ডেকারেশনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । গত মাসে তো তিনি মেয়ের বিয়ে ‘জলদি হবে’ এমনটাও বলেও দিয়েছিলেন।
বিগত তিন বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন রাহুল-আথিয়া। প্রায়ই বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায় তাদের। এমনকি ছুটির দিনগুলোতেও তারা পাশাপাশি থাকেন।
ঠিকানা/এসআর