জাপানি মায়ের কাছেই থাকবে ২ শিশু

ঠিকানা অনলাইন : দুই সন্তানকে নিজের কাছে রাখতে চেয়ে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের মামলা খারিজ করে দিয়েছেন আদালত। ফলে দুই শিশু জ্যাসমিনা মালিকা ও লাইলা লিনা তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকতে আর কোনো বাধা রইল না। আজ ২৯ জানুয়ারি (রবিবার) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এই আদেশ দেন।

তবে এ রায়ে ন্যায় বিচার পাননি বলে দাবি করেছেন ইমরান শরীফের আইনজীবী নুরুল ইসলাম। তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে জাপানি মায়ের আইনজীবী শিশির মনির বলেন, ‘বাবার আবেদন খারিজ করেছেন আদালত। এখন মায়ের জিম্মায় সন্তানদের থাকতে কোনো বাধা রইল না। এখনো একটি সন্তান বাবার কাছে রয়েছে। স্বেচ্ছায় বাবা যদি ওই সন্তানকে মায়ের কাছে না দেয় তবে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

ঠিকানা/এম