জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা স্ত্রীসহ গ্রেপ্তার

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রী নাজনিন সুলতানাকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

২৩ জুন শুক্রবার রাতে রাজধানীর ডেমরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোস্ট ওয়ান্টেড এই জঙ্গিকে গ্রেপ্তারের জন্য পাহাড়ি অঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চলছিল। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ডেমরা থেকে শামিনকে তার স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিস্তারিত পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলেও জানান সিটিটিসির প্রধান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, কয়েকটি জঙ্গি সংগঠনের সদস্য নিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে নতুন জঙ্গি সংগঠনের সৃষ্টি করেন শামিন মাহফুজ। ২০২২ সালে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পরে জঙ্গি নেতা শামিন মাহফুজ সস্ত্রীক আত্মগোপনে চলে যান। তখন তিনি বান্দরবানের গভীর পাহাড়ে আস্তানা গাড়েন।

শামিন মাহফুজ জঙ্গি কর্মকাণ্ডের জন্য বান্দরবানের মানুষের কাছে বেশ পরিচিত নাম। ২০১১ সালের পর সাম্প্রতিক সময়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগিতায় আবারও বান্দরবানের রুমা উপজেলায় জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র করার খবর প্রকাশ হলে আলোচনায় আসেন তিনি।

এর আগে ২০১১ সালের ২৮ মার্চ জেলার থানচির বলিপাড়ার কলাইপাড়া এলাকা থেকে তৎসময়ের জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দলনেতা শামিন মাহফুজ ও তার সহযোগী ইসমাইল হোসেনকে আটক করেছিল পুলিশ।

এ সময় অস্ত্রসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বান্দরবানজুড়ে তোলপাড় শুরু হয়, জঙ্গি দমনে নড়েচড়ে বসে নিরাপত্তা বাহিনী এবং একের পর এক অভিযান চালায় পাহাড়ে। এরপর জামিনে বেরিয়ে পেছন থেকে সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছিলেন শামিন মাহফুজ।

ঠিকানা/এনআই