ঠিকানা অনলাইন : জামালপুরের সরিষাবাড়ীতে সমকামী বিয়ের ঘটনায় দুই মেয়ে সহযোগীকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এই সমকামী বিয়ে নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। দুই মেয়ের মধ্যে এ বিয়ের ঘটনাটি ঘটেছে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে।
২১ সেপ্টেম্বর বুধবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার ইউনিয়নের হাটবাড়ি গ্রামের দুদু মিয়ার বাড়িতে ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের নেতৃত্বে হাজারো নর-নারীর উপস্থিতিতে দুই সমকামী কিশোরীর জবানবন্দি শেষে সরিষাবাড়ী থানার এসআই আব্দুল খালেকের কাছে তাদের সোপর্দ করা হয়েছে।
জানা যায়, ২০২১ সালের ১১ ডিসেম্বর টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পাচনখালী গ্রামের রয়েছ উদ্দিনের মেয়ে আরিয়ান আক্তার (১৮) ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামের দুদু মিয়ার মেয়ে মিম আক্তারকে (১৭) মৌলভির দ্বারা বিয়ে করে। তারা দুজনই সরিষাবাড়ী উপজেলার কুঠির হাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তারা তাদের দীর্ঘ ৩ বছরের সম্পর্কের কথা জানায় এবং পরবর্তী সময়ে একসাথে থাকবে বলেও জানায়। অপর দুই মেয়ে সহযোগী পুরান ঢাকার ১১ নম্বর রোডের রফিক মিয়ার মেয়ে আয়াত (১৯) বান্ধবী রাফিন ইসলাম (১৯) সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে কর্মরত বলে জানায়।
ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, সমকামী বিয়ের খবর পেয়ে আমি এলাকায় গিয়ে তাদের নিয়ে বসে কথা বলি। পরবর্তীতে এলাকাবাসীর কথায় সরিষাবাড়ী থানার পুলিশ কর্মকর্তাদের কাছে তাদের হস্তান্তর করি।
ঠিকানা/এনআই