
ঠিকানা রিপোর্ট : জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের অভিষেক অনুষ্ঠান হবে ২৯ আগস্ট কুইন্সের উডহ্যাভেন বুলেভার্ডে সন্ধ্যা ছয়টায়। নব নির্বাচিত কমিটির সভাপতি বদরুল খানকে শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম। সভাপতি শপথ নেওয়ার পর তিনি কার্যনির্বাহী কমিটির অন্যান্য সকলকে শপথ বাক্য পাঠ করাবেন।
ইতোমধ্যে সময় চূড়ান্ত করে অতিথিদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্বাগত বক্তব্য রাখা হবে সন্ধ্যা সাতটায়। আটটায় অভিষেক ও শপথ গ্রহণ। ডিনারের সময় নির্ধারণ করা হয়েছে রাত নয়টায়, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাত দশটায়। প্রবাসী শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মইনুল হক হেলাল চৌধুরী, বিদায়ী সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেফাজ, নব নির্বাচিত সভাপতি বদরুল খান, নব নির্বাচিত জেনারেল সেক্রেটারী মইনুল ইসলাম সম্মিলিতভাবে জালালাবাদের সকল সদস্য, অতিথিদের সপরিবারে আমন্ত্রণ জানিয়েছেন। সকল সদস্যদেরকে তাদের পরিবার পরিজনসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
নব নির্বাচিত কমিটির সভাপতি বদরুল খান, জেনারেল সেক্রেটারী মইনুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মোহম্মদ লোকমান হোসেন লকো, ভাইস প্রেসিডেন্ট মোহম্মদ শাহীন কামাল, ভাইস প্রেসিডেন্ট মোহম্মদ শফিউদ্দিন তালুকদার, ভাইস প্রেসিডেন্ট বশির খান, এ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি রোকন হাকিম, ট্রেজারার মোহম্মদ আলিম, অর্গানাইজিং সেক্রেটারী ও মেম্বারশিপ সেক্রেটারী ইফজাল চৌধুরী, পাবলিসিটি এন্ড অফিস সেক্রেটারী ফয়সাল আলম, লিটারেচার ও কালচারাল সেক্রেটারী হোসেন আহমেদ, স্পোর্টস ও ইয়ূথ সেক্রেটারি মান্না মুনতাসির, ল’ ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি বোরহান উদ্দিন, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি জাহিদ আহমেদ খান, ওমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি সুতিপা চৌধুরী শম্পা, নির্বাহী সদস্য হেলিম উদ্দন, শামীম আহমেদ, মোহম্মদ দেলোয়ার হোসেন মানিক, মিজানুর রহমান শপথ নেবেন। ।
সভাপতি বদরুল খান বলেন, অভিষেক অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে অতিথিদের দাওয়াত দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে সবাই আসবেন। অনুষ্ঠান ২৯ তারিখে হবে। আমাদের নির্বাচন হয়েছিল ৫ জুন। এখন ২৯ আগস্ট অনুষ্ঠান হওয়াতে দুই মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর ও অভিষেক হচ্ছে। এর আগে নিয়ম অনুযায়ী বিদায়ী কমিটি আমাদের সব কিছু বুঝিয়ে দিবে। এরমধ্যে ব্যাংক হিসাব একটি বড় বিষয়। সেখানে আগের সভাপতি, সেক্রেটারি ও কোষাধ্যক্ষর নাম রয়েছে। তারা সব কিছু বুঝিয়ে দেওয়ার মাধ্যমে নব নির্বাচিত সভাপতি, জেনারেল সেক্রেটারী ও কোষাধ্যক্ষ’র নাম ব্যাংক হিসাবে যুক্ত হবে। তিনি বলেন, আমরা আশাবাদী সব মিলিয়ে অনুষ্ঠানটি সফল হবে। আমরা আমাদের এসোসিয়েশনের সকলের উপস্থিতি কামনা করছি।
উপদেষ্টা পরিষদ গঠন করার বিষয়ে তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর প্রথম মিটিংয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হবে।