জালালাবাদ অ্যাসোসিয়েশন দোয়া মাহফিল ৭ জুন

৩০০ কবর কেনার চেষ্টা চলছে

ঠিকানা রিপোর্ট: জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইন্কের যেসব নেতৃবৃন্দ বিগত বছরে মারা গেছেন তাদের স্মরণে আগামী ৭ জুন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। কুইন্স প্যালেসে সন্ধ্যা সাতটায় স্মরণসভা, দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে সকলকে উপস্থিত থাকার জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত ২৩ মে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে পরিচালনা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল বলেন, ‘আমরা ২৩ মে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি যে বিগত দিনে কামাল আহমেদসহ আমাদের অ্যাসোসিয়েশনের যেসব নেতৃবৃন্দ ও সদস্য কিংবা তাদের পরিবারের কোনো সদস্য মারা গেছেন, পাশাপাশি বাংলাদেশি যারা মারা গেছেন তাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও স্মৃতিচারণ করা হবে। ৭ জুন সন্ধ্যা সাতটায় এই অনুষ্ঠান কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এই অনুষ্ঠানে আমাদের সবাই যোগ দিবেন।’
তিনি বলেন, বৈঠকে নিউজার্সির নেপচুন ও মালবরো সিটিতে অ্যাসোসিয়েশনের জন্য কবর কেনার সিদ্ধান্ত নিচ্ছি। ইতিমধ্যে ৩০০ কবরের জন্য জায়গা দেখা হয়েছে। সেই জায়গা আমরা কেনার পরিকল্পনা করছি। অ্যাসোসিয়েশনের সদস্যসহ আমাদের সকলের জন্য এটি উন্মুক্ত থাকবে। যখন যাদের প্রয়োজন হবে, কবর থাকা সাপেক্ষে তাদের কবর দেয়া হবে। আমরা কবর আগাম বিক্রি করার পরিকল্পনা করছি না। ইতিমধ্যে দুইটি স্থানেই কবরের জন্য জায়গা দেখেছি।
তিনি বলেন, এছাড়াও বৈঠকে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি। বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।