স্পোর্টস ডেস্ক : ডাগ আউটে কোচের ভূমিকায় বাবা, মাঠে খেলোয়াড় ছেলে- ফুটবলে এমন দৃশ্যটা রোজ রোজ দেখা যায় না। তাও যখন সেটা ঘটলো শীর্ষ পর্যায়ের ফুটবলে তখন সেটা নিয়ে বাড়তি আগ্রহ থাকবেই। আর কোচটি যখন এককালের তারকা মিড ফিল্ডার ও এখন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান, তখন ঘটনাটা আলোচনার ঝড় তুলতে বাধ্য।
রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় অভিষেক হলো লুকা জিদানের, সুযোগ পেল লিগের একদম শেষ ম্যাচে। যদিও, অভিজ্ঞতাটা খুব একটা সুখকর হলো না। ভিলারিয়ালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটায় জিততে পারেনি রিয়াল। ২-২ ব্যবধানে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
যদিও, ম্যাচে জয় পরাজয় নয়, অভিষেকের আনন্দেই বুঁদ হয়েছিলেন লুকা। তিনি ম্যাচ শেষে বলেন, ‘আমার বাবা আগেরদিন বলেছিলেন আমি খেলব। আমি যেন পুরোটাই কাজে লাগাই সেটাই বললেন। দুনিয়ার সেরাদের হয়ে খেলাটা আমাকে গর্বিত করেছে। সবাই এই মুহূর্তটা উপভোগ করেছে।’
বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার জিদানের চার ছেলে। বড় ছেলে মিডফিল্ডার এনজো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়ালের হয়ে ২০১৬ সালেই খেলে ফেলেছেন। এরপর আলাভেসে যোগ দিয়েছিলেন। এখন এনজো সুইজারল্যান্ডের লসানেতে খেলেন।
লুকা এরই মধ্যে ফ্রান্সের অনূর্ধ্ব ২০ দলের সদস্য। ম্যাচ শেষে জিদান জানালেন, তার ছেলে হিসেবে নয়, নিজের যোগ্যতা দিয়েই রিয়াল মাদ্রিদ ক্লাবে খেলার সুযোগ পেয়েছে লুকা। তিনি বলেন, ‘এই বছরে দলে একটিও ম্যাচ না খেলা একমাত্র খেলোয়াড় ছিল সে। দলের অন্য যে কারো মতো খেলোয়াড় সে। শেষে সে খেলল এবং ভালোই করল।’
ম্যাচের ১১ মিনিটে গ্যারেথ বেল লিড এনে দেন রিয়ালকে। ইনজুরি কাটিয়ে ফেরা রোনালদো গোল করেন ৩২ মিনিটে। দুর্দান্ত হেড থেকে এই গোল পাওয়া তার। এল ক্লাসিকোতে চোটে পড়ার পর এই প্রথম মাঠে নেমেছিলেন সি আর সেভেন। কিন্তু ৭০ মিনিটে ভিয়ারিয়ালের পক্ষে ব্যবধান কমান কলম্বিয়ান ফরোয়ার্ড রজার মার্টিনেজ। ৮৫ মিনিটে কাস্তেইয়েহোর গোলে সমতা দলটির।
৩৮ ম্যাচে ২২ জয়, ১০ ড্র আর ৬ হারে ৭৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো রিয়াল মাদ্রিদ। সমান খেলায় ১৮ জয়, ৭ ড্র আর ১৩ হারে ৬১ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে লিগ শেষ করল ভিয়ারিয়াল।